আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর নিউমার্কেটের উল্টো পাশের চাঁদনী চক মার্কেট পরিচালনা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগকে অবৈধ বলেছেন ভেঙে দেওয়া কমিটির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, আইন অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ করতে পারে না।
রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫-১০ জন দোকানমালিকের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই প্রশাসক নিয়োগ দিয়েছেন। মার্কেটে প্রায় ৬০০ দোকানমালিকের শতকোটি টাকার বিনিয়োগ রয়েছে।
নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন হয়। তিনি টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে মার্কেটের উন্নয়নে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২৫ সদস্যের কমিটি পাস করে। প্রতিপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ সমাজসেবা অধিদপ্তর অন্যায়ভাবে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অথচ এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে গেছেন। সেখানে ন্যায়বিচার আশা করছেন। তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান, সহসাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহকোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ মাসুম প্রমুখ।

রাজধানীর নিউমার্কেটের উল্টো পাশের চাঁদনী চক মার্কেট পরিচালনা কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগকে অবৈধ বলেছেন ভেঙে দেওয়া কমিটির নেতারা। তাঁরা অভিযোগ করেছেন, আইন অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর এভাবে কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ করতে পারে না।
রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৫-১০ জন দোকানমালিকের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা অসত্য তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই প্রশাসক নিয়োগ দিয়েছেন। মার্কেটে প্রায় ৬০০ দোকানমালিকের শতকোটি টাকার বিনিয়োগ রয়েছে।
নিজাম উদ্দিন বলেন, ২০১৭ সালে চাঁদনী চক বিজনেস ফোরামের প্রথম নির্বাচন হয়। তিনি টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে মার্কেটের উন্নয়নে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ২৫ সদস্যের কমিটি পাস করে। প্রতিপক্ষ সেই ফলাফল মেনে নেয়। কিন্তু সরকার পরিবর্তনের পর হঠাৎ সমাজসেবা অধিদপ্তর অন্যায়ভাবে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অথচ এই কমিটির মেয়াদ ২০২৬ সালের ২৫ জুলাই পর্যন্ত। তিনি বলেন, বিষয়টি নিয়ে তাঁরা উচ্চ আদালতে গেছেন। সেখানে ন্যায়বিচার আশা করছেন। তাঁরা সমাজসেবা অধিদপ্তরের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন রোমান, সহসাধারণ সম্পাদক মো. আবুল কালাম শেখ, কোষাধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রিপন, সহকোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক চিশতী, দপ্তর সম্পাদক জামাল আহমেদ মাসুম প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে