হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা-১টার মধ্যে উপজেলা সদরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগের কার্যালয়ের উল্টো দিকের বাসিন্দা ডাব বিক্রেতা মাঈনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি উপজেলা আওয়ামী লীগের অফিসের বিপরীত পাশে। গতকাল রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকাবাজি বলতে পারব না। রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। আমরা বাড়ি থেকে বের হইনি।’
গোলজার হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে কৃষক লীগের সদস্যসচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’
আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, ‘হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তাঁরা কীভাবে হামলা করবেন? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নয়।’
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বিএনপির তিনজন পদধারী নেতাকে রাতেই আটক করা হয়েছে।’

মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা-১টার মধ্যে উপজেলা সদরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির স্থানীয় তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৪৭ জন নেতা-কর্মীর নামে মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগের কার্যালয়ের উল্টো দিকের বাসিন্দা ডাব বিক্রেতা মাঈনুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাড়ি উপজেলা আওয়ামী লীগের অফিসের বিপরীত পাশে। গতকাল রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকাবাজি বলতে পারব না। রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। আমরা বাড়ি থেকে বের হইনি।’
গোলজার হোসেন বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে কৃষক লীগের সদস্যসচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদী হয়ে মামলা করেছি।’
আসামি কারা জানতে চাইলে তিনি বলেন, ‘হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।’
তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা তো এলাকায়ই নেই। তাঁরা কীভাবে হামলা করবেন? বিএনপি কখনো এ ধরনের কাজ করে না। হামলা কে বা কারা করেছে জানি না। বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নয়।’
হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৭ জনের নামে এবং ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। বিএনপির তিনজন পদধারী নেতাকে রাতেই আটক করা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে