সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রায় পাঁচ মাসেও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। গেজেট প্রকাশের পরেও সেই অনুযায়ী মজুরি না পেয়ে কয়েক দফায় কর্মবিরতি, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতেও দাবি আদায় না হওয়ায় ওভারটাইমে (অতিরিক্ত সময়) কাজ না করার ঘোষণা দিয়েছেন বিক্ষুদ্ধ শ্রমিকেরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সাভারের তেঁতুলঝোড়া এলাকায় চামড়াশিল্প নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা। এতে বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধি ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক নেতারা বক্তব্য দেন। এ সমাবেশে কয়েক শ শ্রমিক অংশ নেন।
বক্তারা বলেন, সাভারের চামড়াশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০২৪ সালের ২১ নভেম্বর। চার মাস পেরিয়ে প্রায় পাঁচ মাস হতে চললেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ পর্যন্ত মালিকপক্ষের সঙ্গে বহুবার আলোচনা করা হয়েছে।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন জানায়, ২০ এপ্রিলের মধ্যে মজুরি বাস্তবায়নের লক্ষ্যে চামড়াশিল্প মালিকদের সংগঠন, সরকারি বিভিন্ন কার্যালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চিঠিও দিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। ২০ এপ্রিলের মধ্যে মজুরি বাস্তবায়ন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর দায়ভার মালিকদের নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আগামি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওভারটাইমের কাজ থেকে বিরত থাকবেন শ্রমিকেরা। এর পরেও দাবি আদায় না হলে শ্রমিকেরা যেকোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে বিক্ষোভ সমাবেশে বলেন বক্তারা।
রিলায়েন্স ট্যানারির শ্রমিক প্রতিনিধি ঝর্ণা বেগম বলেন, ‘আমার এক কথা এক দাবি, নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। অনেক অপেক্ষা করেছি, অনেক নাটক দেখেছি মালিকদের। আমরা আর এই নাটক দেখতে চাই না।’
প্রগতি ট্যানারির শ্রমিক লিয়াকত হোসেন বলেন, ‘আজকে এই সমাবেশে আমাদের শ্রমিকদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমরা নেতাদের দিকে তাকায় থাকব না। মালিকদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আপনারা অবিলম্বে এই গেজেট বাস্তবায়ন করেন। যদি না করেন, যেকোনো কর্মসূচি আমরা লাগাতারভাবে দিতে বাধ্য থাকব।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমরা মালিকদের বলেছি, আপনারা যদি মজুরি বাস্তবায়ন না করেন, আমরা আমাদের ট্যানারি শ্রমিকদের ওপর দায়িত্ব ছেড়ে দেব। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তার সঙ্গে। এই সিদ্ধান্তের জন্য যদি এই এলাকায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়, কোনো দায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও ট্যানারি শ্রমিকদের দেওয়া যাবে না।’ মালিকপক্ষের উদ্দেশে আব্দুল মালেক বলেন, ‘আমরা দীর্ঘদিন ন্যায়ের সঙ্গে আমাদের আন্দোলন–সংগ্রাম চালিয়ে গেছি, আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেই না। অন্যায়ের আশ্রয় নিচ্ছেন আপনারা ট্যানারি মালিকেরা। আপনারা চান শ্রমিকদের দায়ী করে আপনাদের মুনাফা করতে। আগামী দিনে শ্রমিকদের সিদ্ধান্তকে আপনাদের দৃষ্টিতে যদি ভুল ও ক্ষতিকারক মনে করেন, তবে সেটার জন্য দায়ী থাকবেন আপনারা।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘২০ এপ্রিলের পরে কী হবে, আমরা বলতে পারছি না। শ্রমিকেরা অনেক ক্ষুব্ধ। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শ্রমিকেরা লাগাতার কর্মসূচি দিতে চেয়েছেন। কর্মসূচি চলাকালে তাঁরা মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন না। ইউনিয়নের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা ২০ এপ্রিল পর্যন্ত দেখব। এর মধ্যে দাবি আদায় না হলে পরদিন থেকে ওভারটাইমে কাজ বন্ধ থাকবে।’

প্রায় পাঁচ মাসেও সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন সাভারের চামড়াশিল্প নগরীর শ্রমিকেরা। গেজেট প্রকাশের পরেও সেই অনুযায়ী মজুরি না পেয়ে কয়েক দফায় কর্মবিরতি, বিক্ষোভসহ বিভিন্ন আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতেও দাবি আদায় না হওয়ায় ওভারটাইমে (অতিরিক্ত সময়) কাজ না করার ঘোষণা দিয়েছেন বিক্ষুদ্ধ শ্রমিকেরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সাভারের তেঁতুলঝোড়া এলাকায় চামড়াশিল্প নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা। এতে বিভিন্ন কারখানার শ্রমিক প্রতিনিধি ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক নেতারা বক্তব্য দেন। এ সমাবেশে কয়েক শ শ্রমিক অংশ নেন।
বক্তারা বলেন, সাভারের চামড়াশিল্প শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০২৪ সালের ২১ নভেম্বর। চার মাস পেরিয়ে প্রায় পাঁচ মাস হতে চললেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ পর্যন্ত মালিকপক্ষের সঙ্গে বহুবার আলোচনা করা হয়েছে।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন জানায়, ২০ এপ্রিলের মধ্যে মজুরি বাস্তবায়নের লক্ষ্যে চামড়াশিল্প মালিকদের সংগঠন, সরকারি বিভিন্ন কার্যালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চিঠিও দিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন। ২০ এপ্রিলের মধ্যে মজুরি বাস্তবায়ন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর দায়ভার মালিকদের নিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আগামি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওভারটাইমের কাজ থেকে বিরত থাকবেন শ্রমিকেরা। এর পরেও দাবি আদায় না হলে শ্রমিকেরা যেকোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে বিক্ষোভ সমাবেশে বলেন বক্তারা।
রিলায়েন্স ট্যানারির শ্রমিক প্রতিনিধি ঝর্ণা বেগম বলেন, ‘আমার এক কথা এক দাবি, নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। অনেক অপেক্ষা করেছি, অনেক নাটক দেখেছি মালিকদের। আমরা আর এই নাটক দেখতে চাই না।’
প্রগতি ট্যানারির শ্রমিক লিয়াকত হোসেন বলেন, ‘আজকে এই সমাবেশে আমাদের শ্রমিকদের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমরা নেতাদের দিকে তাকায় থাকব না। মালিকদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আপনারা অবিলম্বে এই গেজেট বাস্তবায়ন করেন। যদি না করেন, যেকোনো কর্মসূচি আমরা লাগাতারভাবে দিতে বাধ্য থাকব।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘আমরা মালিকদের বলেছি, আপনারা যদি মজুরি বাস্তবায়ন না করেন, আমরা আমাদের ট্যানারি শ্রমিকদের ওপর দায়িত্ব ছেড়ে দেব। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তার সঙ্গে। এই সিদ্ধান্তের জন্য যদি এই এলাকায় কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়, কোনো দায় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও ট্যানারি শ্রমিকদের দেওয়া যাবে না।’ মালিকপক্ষের উদ্দেশে আব্দুল মালেক বলেন, ‘আমরা দীর্ঘদিন ন্যায়ের সঙ্গে আমাদের আন্দোলন–সংগ্রাম চালিয়ে গেছি, আমরা কোনো অন্যায়ের আশ্রয় নেই না। অন্যায়ের আশ্রয় নিচ্ছেন আপনারা ট্যানারি মালিকেরা। আপনারা চান শ্রমিকদের দায়ী করে আপনাদের মুনাফা করতে। আগামী দিনে শ্রমিকদের সিদ্ধান্তকে আপনাদের দৃষ্টিতে যদি ভুল ও ক্ষতিকারক মনে করেন, তবে সেটার জন্য দায়ী থাকবেন আপনারা।’
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘২০ এপ্রিলের পরে কী হবে, আমরা বলতে পারছি না। শ্রমিকেরা অনেক ক্ষুব্ধ। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শ্রমিকেরা লাগাতার কর্মসূচি দিতে চেয়েছেন। কর্মসূচি চলাকালে তাঁরা মালিকদের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন না। ইউনিয়নের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা ২০ এপ্রিল পর্যন্ত দেখব। এর মধ্যে দাবি আদায় না হলে পরদিন থেকে ওভারটাইমে কাজ বন্ধ থাকবে।’

গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১৮ মিনিট আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে