বিশ্ব মা দিবস আজ
আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর

মাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার মন্নান হাওলাদারের স্ত্রী আমেনা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। ছোট মেয়ে ফাহিমা আক্তার (২৩) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ফাহিমা জন্মের সময় সুস্থ ও স্বাভাবিক ছিল। তবে তিন বছর বয়সের সময় জ্বর হওয়ার পর থেকে তার শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। বড় হতে থাকলে সমস্যা আরও বাড়তে থাকে। ডাক্তার ও কবিরাজ দেখিয়েও ফাহিমার কোনো উন্নতি হয়নি। আস্তে আস্তে এক হাত ও পা বাঁকা হয়ে যায়। সঙ্গে ঘাড়ও বাঁকা হয়ে যায়। এ ছাড়া মানসিক সমস্যাও দেখা দেয়। স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে শুরু হয় আমেনা বেগমের জীবনযুদ্ধ।
আমেনা বেগমের বড় মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয়েছে। ছেলে ওয়াদুদ হাওলাদার ও মুরাদ হাওলাদারও বিয়ে করে আলাদা সংসার করছেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় থাকেন আমেনা বেগম। হাঁস, মুরগি ও ছাগল পালন করেন তিনি। সেই আয় ও ছেলেদের সহযোগিতায় মা এবং প্রতিবন্ধী মেয়ের সংসার চলছে। প্রতিবন্ধী মেয়েকে ছেড়ে আমেনা বেগম কোথাও একদিন থাকতেও পারেন না। মেয়েকে খাইয়ে দেওয়া, গোসল করানো, চুল ঠিক করা, কাপড় পরানো, ওষুধ খাওয়ানো, রান্না করাসহ সব কাজ তিনি নিজ হাতে করেন। বৃদ্ধ বয়সে যেখানে আমেনা বেগমের একটু বিশ্রামে থাকার কথা, সেখানে তিনি নিজের কথা চিন্তা না করে প্রতিবন্ধী মেয়ের সেবায় জীবন কাটিয়ে দিচ্ছেন। নিজের ডাক্তার দেখানোর কথা থাকলেও মাসে মাসে মেয়েকে নিয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। এরপর সেই ওষুধ নিয়ম করে মেয়েকে খাওয়াতে হয়।
আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। নিজে নিজে কিছুই করতে পারে না। তাই আমি সব করিয়ে দেই। এখন আমার বয়স হয়েছে। অনেক কিছুই করতে কষ্ট হয়। তবুও নিজেরই সব করতে হয়। আমি তো মা, মা কি কখনো চাইতে পারে তাঁর সন্তান কষ্টে থাকুক। সন্তানের শান্তিতেই মায়ের আসল সুখ।’
প্রতিবেশী মিনু বেগম বলেন, মায়েরা এমনই হয়। এ বয়সে আমেনা বেগমের সেবাযত্ন পাওয়ার কথা। সেখানে তিনি তাঁর প্রতিবন্ধী মেয়ের সেবা করে যাচ্ছেন। মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।
মাদারীপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজনীন আফরোজ বলেন, আমেনা বেগম একজন পরিশ্রমী মা। তাঁর বয়স হলেও তিনি খুব সুন্দরভাবে তাঁর প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা করছেন। পাশাপাশি তিনি হাঁস, মুরগি ও ছাগল পালন করে আয়ও করছেন।

মাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার মন্নান হাওলাদারের স্ত্রী আমেনা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। ছোট মেয়ে ফাহিমা আক্তার (২৩) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ফাহিমা জন্মের সময় সুস্থ ও স্বাভাবিক ছিল। তবে তিন বছর বয়সের সময় জ্বর হওয়ার পর থেকে তার শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। বড় হতে থাকলে সমস্যা আরও বাড়তে থাকে। ডাক্তার ও কবিরাজ দেখিয়েও ফাহিমার কোনো উন্নতি হয়নি। আস্তে আস্তে এক হাত ও পা বাঁকা হয়ে যায়। সঙ্গে ঘাড়ও বাঁকা হয়ে যায়। এ ছাড়া মানসিক সমস্যাও দেখা দেয়। স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে শুরু হয় আমেনা বেগমের জীবনযুদ্ধ।
আমেনা বেগমের বড় মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয়েছে। ছেলে ওয়াদুদ হাওলাদার ও মুরাদ হাওলাদারও বিয়ে করে আলাদা সংসার করছেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় থাকেন আমেনা বেগম। হাঁস, মুরগি ও ছাগল পালন করেন তিনি। সেই আয় ও ছেলেদের সহযোগিতায় মা এবং প্রতিবন্ধী মেয়ের সংসার চলছে। প্রতিবন্ধী মেয়েকে ছেড়ে আমেনা বেগম কোথাও একদিন থাকতেও পারেন না। মেয়েকে খাইয়ে দেওয়া, গোসল করানো, চুল ঠিক করা, কাপড় পরানো, ওষুধ খাওয়ানো, রান্না করাসহ সব কাজ তিনি নিজ হাতে করেন। বৃদ্ধ বয়সে যেখানে আমেনা বেগমের একটু বিশ্রামে থাকার কথা, সেখানে তিনি নিজের কথা চিন্তা না করে প্রতিবন্ধী মেয়ের সেবায় জীবন কাটিয়ে দিচ্ছেন। নিজের ডাক্তার দেখানোর কথা থাকলেও মাসে মাসে মেয়েকে নিয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। এরপর সেই ওষুধ নিয়ম করে মেয়েকে খাওয়াতে হয়।
আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। নিজে নিজে কিছুই করতে পারে না। তাই আমি সব করিয়ে দেই। এখন আমার বয়স হয়েছে। অনেক কিছুই করতে কষ্ট হয়। তবুও নিজেরই সব করতে হয়। আমি তো মা, মা কি কখনো চাইতে পারে তাঁর সন্তান কষ্টে থাকুক। সন্তানের শান্তিতেই মায়ের আসল সুখ।’
প্রতিবেশী মিনু বেগম বলেন, মায়েরা এমনই হয়। এ বয়সে আমেনা বেগমের সেবাযত্ন পাওয়ার কথা। সেখানে তিনি তাঁর প্রতিবন্ধী মেয়ের সেবা করে যাচ্ছেন। মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।
মাদারীপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজনীন আফরোজ বলেন, আমেনা বেগম একজন পরিশ্রমী মা। তাঁর বয়স হলেও তিনি খুব সুন্দরভাবে তাঁর প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা করছেন। পাশাপাশি তিনি হাঁস, মুরগি ও ছাগল পালন করে আয়ও করছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে