নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।

চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।

খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’

দীর্ঘ ঈদের ছুটি শেষে অবশেষে আগামীকাল রোববার চিরচেনা রূপে ফিরছে কর্মক্ষেত্রগুলো। পরিবার-প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
আজ শনিবার সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে যাত্রীতে পরিপূর্ণ দূরপাল্লার বাসগুলো। পথে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরাও। আবার ঢাকার বাইরে কর্মরতদেরও গন্তব্যে রওনা করতে দেখা যাচ্ছে। তবে ঢাকা ছেড়ে যাওয়ার সময় গাড়িগুলো কিছুটা ফাঁকা থাকছে বলে জানান বাসসংশ্লিষ্টরা।
পদ্মা সেতু হয়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আসা দূরপাল্লার গাড়ির জট দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। এবারের ঈদের যাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং ভোগান্তি ছাড়াই যাতায়াত করা গেছে বলে জানান ঢাকায় ফেরা যাত্রীরা।

চুয়াডাঙ্গা থেকে বাসে সায়েদাবাদে এসে নেমেছেন রাজু আহমেদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সড়কপথে যাওয়া-আসার পথে কোনো ধরনের ভোগান্তি হয়নি এবার। যানজট ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরলাম। ছুটি শেষ হচ্ছে আজ, কাল অফিস খুলছে, তাই আজ চলে এলাম।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বাস টার্মিনাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যেতে সিএনজিগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এগুলোর দিকে নজর দেওয়া উচিত’।

খুলনা থেকে আসা আরেক যাত্রী নীলিমা শারমিন বলেন, ‘খুলনা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকায় চলে এসেছি। রাস্তা ফাঁকা, কোনো ধরনের ভোগান্তি হয়নি। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ বেশি সময় ধরে উপভোগ করা গেছে। ফলে ঢাকায় এলাম ঈদের আনন্দ নিয়ে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। তবে কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট কাটার সময় টিকিটপ্রতি ৫০ টাকা “বকশিশ” দিতে হচ্ছে।’
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে মহাসড়কে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সকাল থেকে ঢাকামুখী যাত্রী এবং যানবাহনের চাপ সড়কপথে বেড়েছে। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ আজ সারা দিন থাকবে বলে ধারণা পরিবহনসংশ্লিষ্টদের।
পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টারের কর্মী সবুজ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার বাইরে থেকে গাড়িগুলো সময়মতো আসছে। রাস্তায় কোথাও সমস্যা নেই। ঢাকামুখী গাড়ির সব আসনে যাত্রী নিয়েই ফিরলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোর কিছু সিট ফাঁকা যাচ্ছে, যাত্রী আগের চেয়ে কমেছে। কাল যেহেতু অফিস খুলছে, আজ সারা দিন ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে