বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাই ভোটের আগেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাতজন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একজন করে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থী ১২৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন চারজন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৪ জন। আটটি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হওয়ার পথে রয়েছেন তাঁরা। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম, মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া ও রাসেল। গত ইউপি নির্বাচনে কাশেম পরাজিত এবং তাবারক মিয়া নির্বাচনে মেম্বার হন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, `এমন নির্বাচন বাপের জন্মে দেখি নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান, এটা কি নির্বাচন না সিলেকশন?'
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের দিন থাকলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তাঁরা। এ ছাড়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আরও আটজন মেম্বার প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাই ভোটের আগেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাতজন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একজন করে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থী ১২৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন চারজন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৪ জন। আটটি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হওয়ার পথে রয়েছেন তাঁরা। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম, মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া ও রাসেল। গত ইউপি নির্বাচনে কাশেম পরাজিত এবং তাবারক মিয়া নির্বাচনে মেম্বার হন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, `এমন নির্বাচন বাপের জন্মে দেখি নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান, এটা কি নির্বাচন না সিলেকশন?'
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের দিন থাকলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তাঁরা। এ ছাড়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আরও আটজন মেম্বার প্রার্থী রয়েছেন।

বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৮ ঘণ্টা আগে