বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাই ভোটের আগেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাতজন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একজন করে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থী ১২৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন চারজন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৪ জন। আটটি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হওয়ার পথে রয়েছেন তাঁরা। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম, মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া ও রাসেল। গত ইউপি নির্বাচনে কাশেম পরাজিত এবং তাবারক মিয়া নির্বাচনে মেম্বার হন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, `এমন নির্বাচন বাপের জন্মে দেখি নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান, এটা কি নির্বাচন না সিলেকশন?'
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের দিন থাকলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তাঁরা। এ ছাড়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আরও আটজন মেম্বার প্রার্থী রয়েছেন।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন। উপজেলার তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী নেই। তাই ভোটের আগেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তাঁরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন সাতজন। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একজন করে।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। বৈধ প্রার্থী ১২৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন চারজন।
সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৭০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের মধ্যে বৈধ প্রার্থী ৩৬৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৪ জন। আটটি ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হওয়ার পথে রয়েছেন তাঁরা। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম, মাইজচর ইউনিয়নে তাবারক মিয়া ও রাসেল। গত ইউপি নির্বাচনে কাশেম পরাজিত এবং তাবারক মিয়া নির্বাচনে মেম্বার হন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হওয়ার পথে হালিমপুর ইউনিয়নে উমর ফারুক রাসেল স্থানীয় সাংসদের শ্যালক আর বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুল কাশেম স্থানীয় সাংসদের ভাগনে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, `এমন নির্বাচন বাপের জন্মে দেখি নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান, এটা কি নির্বাচন না সিলেকশন?'
এ বিষয়ে বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন বলেন, আজ বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের দিন থাকলেও হালিমপুর, বলিয়ার্দী ও মাইজচর ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তাঁরা। এ ছাড়া বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে আরও আটজন মেম্বার প্রার্থী রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে