নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’

পবিত্র ঈদুল ফিতরের ছুটি গতকাল রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ সোমবার থেকে খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আর কর্মস্থলে যোগ দিতে ছুটিতে যাওয়া মানুষেরা ফিরতে শুরু করেছেন ঢাকায়। তবে ট্রেনযোগে যাঁরা ফিরছেন তাঁদের অভিযোগ, ফিরতি যাত্রায়ও দেরি করছে ট্রেন।
আজ সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনগুলোতে বেশ ভিড় ছিল। বেলা ১১টা ৩০ মিনিটে কমলাপুর পৌঁছায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস। ৫ নম্বর প্ল্যাটফর্মে থামার পর যাত্রীরা নেমে ছুটতে শুরু করেন নিজ নিজ গন্তব্যে। দেখা গেছে কুলিদের হাঁকডাকও। কয়েক দিন ফাঁকা থাকার পর কমলাপুর যেন ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আবু ফজল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগের দিন ঢাকা ছেড়েছি। এ জন্য এক দিন ছুটি বাড়তি নিয়েছিলাম।’ ট্রেনের যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিড় ছিল ভালোই, অনেকেই দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল আসার পর অনেক মানুষ উঠেছে; বিশেষ করে শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি।’
এর আগে, সকাল ১০টায় পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এ ট্রেনেও যাত্রীদের ভিড় ছিল। একতা এক্সপ্রেসের এক যাত্রী বলেন, ‘যাওয়ার দিন নিজের সিট পর্যন্ত পৌঁছাতে পারি নাই। তবে আসার সময় সেই কষ্ট হয়নি।’
ঢাকায় ফেরা সিরাজগঞ্জ এক্সপ্রেসের জুনিয়র ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আবু সুফিয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটামুটি ভিড় আছে ট্রেনে। এখন মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।’ আবু সুফিয়ান মনে করেন, এ সপ্তাহজুড়েই মানুষ ঢাকা ফিরবেন আর বেশি ভিড় হবে সামনের বৃহস্পতিবার ও শুক্রবার।
আবু সুফিয়ান বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসের একটা বড় অংশ যাত্রী টাঙ্গাইল থেকে উঠেছে। আবার গার্মেন্টসগুলোতে এক থেকে দুদিন ছুটি বর্ধিত থাকে। এতে করে এসব যাত্রী আরও এক থেকে দুই দিন পর ঢাকা আসা শুরু করবে।’
এদিকে যাত্রীদের অভিযোগ, প্রতিটি ট্রেনই দেরি করে ঢাকায় ঢুকছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ বেশি, ধারণক্ষমতার বাইরে যাত্রী উঠছে। এ বিষয়ে কমলাপুরের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২টি আন্তনগর ট্রেন যথাসময়ে কমলাপুরে পৌঁছায়।
আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী এক্সপ্রেস ব্যতীত কোনো ট্রেনেরই শিডিউল বিপর্যয় হয়নি। বুড়িমারী এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা দেরি করে ঢাকা ছেড়েছে। এটি সকাল সাড়ে ৮টায় ঢাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। আসছে দেরি করে, ছেড়ে গেছেও দেরি করে। এ ছাড়া একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্ব করেছে। বাকি দু-একটি ট্রেনে ১০ থেকে ২০ মিনিট বিলম্ব হয়েছে। তবে তা যাত্রীদের প্রাধান্য দিতেই। দিনের বাকি অংশে সব ট্রেন যথাসময়ে আসবে বলে আশা করেন তিনি।
তবে একইভাবে অনেককে ঢাকা ছাড়তে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেছে। সকাল ১০টায় জামালপুর এক্সপ্রেস, ১০টা ১৫ মিনিটে একতা এক্সপ্রেস, ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী মাহাতাব আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদে ঢাকা ছিলাম। এখন ঢাকা আবার যানজটের নগরীতে পরিণত হবে। তাই ঈদে ফাঁকা ঢাকায় ছিলাম, এখন ছুটি নিয়ে গ্রামে যাচ্ছি।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৮ ঘণ্টা আগে