শরীয়তপুর প্রতিনিধি

বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।

বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৩৯ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে