সাভার(ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা-দোকানিকে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এখনো উদ্ধার করা যায়নি অবৈধ আগ্নেয়াস্ত্রটি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক এসব তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক রহমান শাহীন দোকানে চা বিক্রি করছিল।
চাঁদাবাজেরা প্রতিদিনের মতো সৈনিক রহমানের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি দৌড় দিলে তৈয়ব নামে এক সন্ত্রাসী তাঁকে পেছন থেকে গুলি করেন। এতে সৈনিক ইসলামের বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি নুর আলম সিদ্দিক বলেন, গতকাল রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা-দোকানিকে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এখনো উদ্ধার করা যায়নি অবৈধ আগ্নেয়াস্ত্রটি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক এসব তথ্য জানান।
এর আগে গত বৃহস্পতিবার আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক রহমান শাহীন দোকানে চা বিক্রি করছিল।
চাঁদাবাজেরা প্রতিদিনের মতো সৈনিক রহমানের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।
এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি দৌড় দিলে তৈয়ব নামে এক সন্ত্রাসী তাঁকে পেছন থেকে গুলি করেন। এতে সৈনিক ইসলামের বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসি নুর আলম সিদ্দিক বলেন, গতকাল রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
২৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৩০ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে