
গাজীপুরের শ্রীপুরে মো. শিহাব নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। একটি কিশোর গ্যাং চক্র চারটি মোটরসাইকেল যোগে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শিহাব (২৩) কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষ্যে আজ শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী মো. শিহাব নামাজ আদায়ের জন্য বাসা থেকে বেড় হয়ে মসজিদের উদ্দেশে রওনা হয়। এ সময় চারটি মোটরসাইকেল যোগে একদল কিশোর গ্যাং এসে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি শিহাবের বুকে একটি গুলি লাগে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর বলেন, গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী শিহাবকে উদ্ধার করে প্রথমে আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাওনা এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. সাগর মিয়া বলেন, চারটি মোটরসাইকেল যোগে রোবেল, ইমরান, আল আমিন ও সাব্বির হোসেন এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় একটি গুলি শিহাবের বুকে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে মো. শিহাব নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। একটি কিশোর গ্যাং চক্র চারটি মোটরসাইকেল যোগে এসে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শিহাব (২৩) কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শবে বরাত উপলক্ষ্যে আজ শুক্রবার রাতে ছাত্রলীগ কর্মী মো. শিহাব নামাজ আদায়ের জন্য বাসা থেকে বেড় হয়ে মসজিদের উদ্দেশে রওনা হয়। এ সময় চারটি মোটরসাইকেল যোগে একদল কিশোর গ্যাং এসে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি শিহাবের বুকে একটি গুলি লাগে। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর বলেন, গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী শিহাবকে উদ্ধার করে প্রথমে আলহেরা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী তাঁর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাওনা এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. সাগর মিয়া বলেন, চারটি মোটরসাইকেল যোগে রোবেল, ইমরান, আল আমিন ও সাব্বির হোসেন এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় একটি গুলি শিহাবের বুকে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অভিযুক্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
৬ মিনিট আগে
বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৪২ মিনিট আগে