নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশুর মা-বাবা আইনজীবী ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন মহল থেকে ফোন কলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে শিশু আহনাফ তামহিদ আয়হামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন। মানববন্ধনে আয়হামের সহপাঠীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, আয়হাম হত্যার বিচার চাই’ স্লোগান দেয়।
মানববন্ধনে আয়হামের মা খায়রুন নাহার অভিযোগ করে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার বাচ্চার বিচার বিভিন্নভাবে ওপর মহল থেকে প্রভাবিত করা হচ্ছে। আমাকে অনেক নম্বর থেকে ফোন দিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারা বলছে, ওপর মহল থেকে চাপ আছে, তাদের জামিন দিয়ে দিতে হবে।’
খায়রুন নাহার বলেন, ‘ডাক্তারের পক্ষের লোকেরাই হুমকি দিচ্ছে। আমার বাসা কোথায়, আরেকটা বাচ্চার বয়স কত, সে কোথায় পড়ে—এগুলো জানতে চাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন করার জন্যও তারা লোক লাগিয়ে রেখেছে। এসবই প্রশাসন, পুলিশকে জানানো হয়েছে। কিন্তু থানা থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।’
মামলাটি ডিবি বা পিবিআইয়ের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আয়হামের মা বলেন, ‘অবহেলাজনিত কারণে আমার বাচ্চা মারা যায়নি। পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা। তারা আমাদের না জানিয়েই অ্যানেসথেসিয়া দিয়েছে, ওটিতে মা-বাবা কাউকেই ঢুকতে দেয় নাই। বাচ্চাটা মারা যাওয়ার পরেও আমাদের জানানো হয়নি, বাচ্চাটা মারা গেছে।’
আইনজীবী পরিবর্তনের চেষ্টা করছেন জানিয়ে আয়হামের বাবা ফখরুল আলম বলেন, ‘আমি গত চার দিন কোর্টে গেলাম, কিন্তু উকিলেরা প্রথম দিন যেমন হেল্পফুল ছিল এখন আর তেমন নেই। বিচারকের সঙ্গে আমাদেরই যোগাযোগ করতে হচ্ছে। আইনজীবীদের কাছ থেকেও তেমন সহযোগিতা পাচ্ছি না। আমার মনে হচ্ছে, তাদেরও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’
ফখরুল আলম আরও বলেন, ‘পুলিশও আমাদের সহযোগিতা করছে না। তারা আমাদের কোনো তথ্য দিচ্ছে না। আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। অ্যানেসথেসিয়া দিতে হলে অভিভাবকের লিখিত অনুমতি নিতে হয়। তারা আমাদের কোনো অনুমতি নেয়নি। বাচ্চাটা মারা যাওয়ার তিন ঘণ্টা পরেও তারা স্বীকার করেনি যে বাচ্চাটা মারা গেছে।’
এ সময় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মো. শাহাদাত ঢালী বলেন, ‘দেশে যত হাসপাতাল আছে, সেগুলোর নিবন্ধন যেন সবকিছু বিবেচনা করে দেওয়া হয়। সব শর্ত পূরণ করে যদি হাসপাতাল হয়, তাহলে আশা করি এমন ঘটনা আর সেখানে ঘটবে না। সব ডাক্তারেরও যেন নিবন্ধন থাকে।’
অভিভাবক ফারজানা লাবনী বলেন, ‘তারা বলছে, আয়হাম মৃত্যুর আগে বমি করেছে। কিন্তু তার বমির কোনো চিহ্নই নাই। এখানে গভীর কোনো চক্রান্ত আছে। আয়ান মারা গেছে, কিছুদিনের মধ্যে আয়হামও একইভাবে মারা গেল।’
গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান আহমেদ (৫)।

রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশুর মা-বাবা আইনজীবী ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন মহল থেকে ফোন কলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে শিশু আহনাফ তামহিদ আয়হামের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন। মানববন্ধনে আয়হামের সহপাঠীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, আয়হাম হত্যার বিচার চাই’ স্লোগান দেয়।
মানববন্ধনে আয়হামের মা খায়রুন নাহার অভিযোগ করে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার বাচ্চার বিচার বিভিন্নভাবে ওপর মহল থেকে প্রভাবিত করা হচ্ছে। আমাকে অনেক নম্বর থেকে ফোন দিয়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারা বলছে, ওপর মহল থেকে চাপ আছে, তাদের জামিন দিয়ে দিতে হবে।’
খায়রুন নাহার বলেন, ‘ডাক্তারের পক্ষের লোকেরাই হুমকি দিচ্ছে। আমার বাসা কোথায়, আরেকটা বাচ্চার বয়স কত, সে কোথায় পড়ে—এগুলো জানতে চাচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তন করার জন্যও তারা লোক লাগিয়ে রেখেছে। এসবই প্রশাসন, পুলিশকে জানানো হয়েছে। কিন্তু থানা থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না।’
মামলাটি ডিবি বা পিবিআইয়ের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আয়হামের মা বলেন, ‘অবহেলাজনিত কারণে আমার বাচ্চা মারা যায়নি। পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এটা। তারা আমাদের না জানিয়েই অ্যানেসথেসিয়া দিয়েছে, ওটিতে মা-বাবা কাউকেই ঢুকতে দেয় নাই। বাচ্চাটা মারা যাওয়ার পরেও আমাদের জানানো হয়নি, বাচ্চাটা মারা গেছে।’
আইনজীবী পরিবর্তনের চেষ্টা করছেন জানিয়ে আয়হামের বাবা ফখরুল আলম বলেন, ‘আমি গত চার দিন কোর্টে গেলাম, কিন্তু উকিলেরা প্রথম দিন যেমন হেল্পফুল ছিল এখন আর তেমন নেই। বিচারকের সঙ্গে আমাদেরই যোগাযোগ করতে হচ্ছে। আইনজীবীদের কাছ থেকেও তেমন সহযোগিতা পাচ্ছি না। আমার মনে হচ্ছে, তাদেরও প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।’
ফখরুল আলম আরও বলেন, ‘পুলিশও আমাদের সহযোগিতা করছে না। তারা আমাদের কোনো তথ্য দিচ্ছে না। আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি। অ্যানেসথেসিয়া দিতে হলে অভিভাবকের লিখিত অনুমতি নিতে হয়। তারা আমাদের কোনো অনুমতি নেয়নি। বাচ্চাটা মারা যাওয়ার তিন ঘণ্টা পরেও তারা স্বীকার করেনি যে বাচ্চাটা মারা গেছে।’
এ সময় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মো. শাহাদাত ঢালী বলেন, ‘দেশে যত হাসপাতাল আছে, সেগুলোর নিবন্ধন যেন সবকিছু বিবেচনা করে দেওয়া হয়। সব শর্ত পূরণ করে যদি হাসপাতাল হয়, তাহলে আশা করি এমন ঘটনা আর সেখানে ঘটবে না। সব ডাক্তারেরও যেন নিবন্ধন থাকে।’
অভিভাবক ফারজানা লাবনী বলেন, ‘তারা বলছে, আয়হাম মৃত্যুর আগে বমি করেছে। কিন্তু তার বমির কোনো চিহ্নই নাই। এখানে গভীর কোনো চক্রান্ত আছে। আয়ান মারা গেছে, কিছুদিনের মধ্যে আয়হামও একইভাবে মারা গেল।’
গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান আহমেদ (৫)।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৪ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৪ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে