Ajker Patrika

রাজধানীর হাজারীবাগে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ১৮
রাজধানীর হাজারীবাগে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় একটি ভবনে বিদ্যুতায়িত হয়ে আরিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আরিফের ভাই মো. জুয়েল জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার এলাকায় থাকতেন তাঁরা। আরিফ ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার নিমতলী শিবমন্দিরের পাশে একটি ভবনে কাজ করছিলেন। সেখানে বিদ্যুতায়িত হয়ে আহত হন আরিফ। পরে তাঁকে দ্রুত শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে এলে রাত ১২টার দিকে আরিফ মারা যান।

জুয়েল আরও জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে আরিফ ছিলেন সবার ছোট।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল আজকের পত্রিকাকে বলেন, হাজারীবাগ রায়েরবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন আরিফ। এরপর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেলে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, আরিফের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত