শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধুমাত্র দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নৌরুটে চলাচল করবে ফেরি। প্রতিদিন ৪/৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে গিয়ে নৌরুট বর্তমানে স্বাভাবিক থাকায় গতকাল সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে স্থবিরতা নেমে আসে। এতে দুর্ভোগ পোহাতে হয় দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা। ফেরি চালু হওয়ায় আজ সকাল থেকেই নৌরুটে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের এই চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল শুরু করায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন এবং মোটরসাইকেল আজ ভোর থেকে পারাপার হচ্ছে। ঘাট চালু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাট খুলতে শুরু করেছে।
অ্যাম্বুলেন্স চালক মো. হান্নান বলেন, ‘মাদারীপুর থেকে রোগী নিয়ে ঢাকা যাচ্ছি। নৌরুটটি চালু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে এই অঞ্চলের মানুষের। এই রুটে ফেরি বন্ধ থাকলে দীর্ঘপথ ঘুরে ঢাকায় পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেহেতু নদীতে স্রোত নাই, সেহেতু ফেরি চলাচল অব্যাহত থাকুক। আমাদের প্রত্যাশা এটাই। কোন অজুহাতে যেন ফেরি আবার বন্ধ না করা হয়।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪ /৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।’

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধুমাত্র দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নৌরুটে চলাচল করবে ফেরি। প্রতিদিন ৪/৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে গিয়ে নৌরুট বর্তমানে স্বাভাবিক থাকায় গতকাল সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে স্থবিরতা নেমে আসে। এতে দুর্ভোগ পোহাতে হয় দক্ষিণাঞ্চলের সাধারণ যাত্রীরা। ফেরি চালু হওয়ায় আজ সকাল থেকেই নৌরুটে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের এই চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ফেরি চলাচল শুরু করায় এই নৌরুট ব্যবহারকারী প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সসহ ছোট যানবাহন এবং মোটরসাইকেল আজ ভোর থেকে পারাপার হচ্ছে। ঘাট চালু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া ঘাটের দোকানপাট খুলতে শুরু করেছে।
অ্যাম্বুলেন্স চালক মো. হান্নান বলেন, ‘মাদারীপুর থেকে রোগী নিয়ে ঢাকা যাচ্ছি। নৌরুটটি চালু হওয়ায় ভোগান্তি দূর হয়েছে এই অঞ্চলের মানুষের। এই রুটে ফেরি বন্ধ থাকলে দীর্ঘপথ ঘুরে ঢাকায় পৌঁছানো কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেহেতু নদীতে স্রোত নাই, সেহেতু ফেরি চলাচল অব্যাহত থাকুক। আমাদের প্রত্যাশা এটাই। কোন অজুহাতে যেন ফেরি আবার বন্ধ না করা হয়।’
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪ /৫টি ফেরি ছোট যানবাহন পারাপার করবে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে