রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’

ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টা থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি ও ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
আজ রোববার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, কুয়াশায় ফেরিঘাটের চারপাশ ঢেকে আছে। কুয়াশার ঘনত্বের কারণে সামান্য দূরের বস্তু দেখা যায়নি। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দেড় কিলোমিটার এলাকায় দুই লাইনে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়। তীব্র শীতে সারা রাত আটকে থাকায় প্রচণ্ড দুর্ভোগে রয়েছেন চালক ও যাত্রীরা।
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক মারুফ হোসেন বলেন, ‘কী কষ্টে আছি সেটা বলার মতো না। রাত ১০টা থেকে ফেরিঘাটে আটকে আছি। শীতে সারা রাত ঘুমাতে পারি নাই।’
ঝিনাইদহ থেকে আসা আরেক ট্রাকচালক মোতালেব বলেন, ‘কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রাত ১১টা থেকে আটকে আছি। ফেরি চলাচল যদি স্বাভাবিক থাকত, এতক্ষণে ঢাকায় গিয়ে ঘুমাতে পারতাম। এখানে সারা রাত শীতের মধ্যে গাড়িতে কাটিয়ে দিলাম।’
ঘন কুয়াশায় রাস্তায় হেডলাইট জ্বালিয়েও কিছু দেখতে পারেননি মোটরসাইকেল আরোহী জিহাদ। তিনি বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ভোরে ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। এখন অবশ্য চালু হয়েছে। ঘাট এলাকায় বাতাসের সঙ্গে শীতে একদম জমে যাচ্ছি।’
রায়হান নামের এক বাসযাত্রী বলেন, ‘সরকার কোটি টাকা খরচ করে ফেরিতে ফগলাইট লাগিয়েছে, যাতে কুয়াশার মধ্যেও ফেরি চলাচল করে। অথচ ওই লাইট এখন আর কোনো কাজে আসে না।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাঈয়ান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সাড়ে ১০টার দিকে কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। ওই সময় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।’
আলিম দাঈয়ান আরও বলেন, ‘ফেরি চলাচল বন্ধ হওয়ার পর জানতে পারি কুয়াশার কারণে পথ হারিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকে ছিল। ফেরিগুলো হলো শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মুখদুম এবং হাসনাহেনা। কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১৫ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে