নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুক্তিযুদ্ধে নদীর ভূমিকা অত্যন্ত শক্তিশালী। নদী যেমন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ধারণ করেছে, তেমনি পাকিস্তানি বাহিনীর পথে বাধা সৃষ্টি করেছে। তাই নদীভিত্তিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নদীকে মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি জানিয়েছেন নদী গবেষকেরা।
আজ শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধে নদী ও নদীর গান’ শীর্ষক সভায় আলোচকেরা এ দাবি জানান। রিভার বাংলা ও রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের যদি উল্লেখযোগ্য ৫০০টি অপারেশনের কথা বলা হয়, তার মধ্যে ৪০০ টির বেশি ছিল নদীকেন্দ্রিক অপারেশন। নদীভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা যখন বলব, তাহলে ৪০০ নদী এখন কোথায়। আজকে নদীগুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নদীকেন্দ্রিক মুক্তিযুদ্ধের ইতিহাস।’
নদীকে মুক্তিযোদ্ধা ঘোষণার আহ্বান জানিয়ে নদী গবেষক মোহাম্মদ এজাজ বলেন, ‘মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, নদীও তাতে ভূমিকা রেখেছ। দেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আমরা নদীকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার দাবি জানাই। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানলে আমরা নদীকে জানব। উচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে। নদী যদি জীবন্ত সত্তা হতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাও হতে পারে। তাহলে হত্যা করা যাবে না। মুক্তিযুদ্ধের ঘটনা স্মরণ করতে আমরা স্মৃতিসৌধ তৈরি করি, কিন্তু নদীর ইতিহাস রক্ষায় কোনো স্মৃতির মিনার নেই।’
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল ভজন ক্ষ্যাপা ও তার দল। আয়োজনের শুরুতে মুক্তিযুদ্ধে নদীর অবদান নিয়ে তথ্যভিত্তিক পরিসংখ্যান নিয়ে ডিজিটাল প্রদর্শনী হয়।
রিভার বাংলা’র সমন্বয়ক ও লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরপ্রতীক শাহজাহান কবির, নৌ কমান্ডো ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, নদী গবেষক জাকারিয়া মণ্ডল, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ইবনুল সাঈদ রানা, নোঙর সভাপতি সুমন সামস্, গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি, মুক্তিযোদ্ধা সামসুল আলম জুলফিকার, কথাশিল্পী মনি হায়দার, কবি সঞ্জয় ঘোষ, গল্পকার সাইফ বরকতুল্লা প্রমুখ।

মুক্তিযুদ্ধে নদীর ভূমিকা অত্যন্ত শক্তিশালী। নদী যেমন স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ধারণ করেছে, তেমনি পাকিস্তানি বাহিনীর পথে বাধা সৃষ্টি করেছে। তাই নদীভিত্তিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নদীকে মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি জানিয়েছেন নদী গবেষকেরা।
আজ শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধে নদী ও নদীর গান’ শীর্ষক সভায় আলোচকেরা এ দাবি জানান। রিভার বাংলা ও রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল নিবন্ধ উপস্থাপন করেন আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের যদি উল্লেখযোগ্য ৫০০টি অপারেশনের কথা বলা হয়, তার মধ্যে ৪০০ টির বেশি ছিল নদীকেন্দ্রিক অপারেশন। নদীভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা যখন বলব, তাহলে ৪০০ নদী এখন কোথায়। আজকে নদীগুলো হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে নদীকেন্দ্রিক মুক্তিযুদ্ধের ইতিহাস।’
নদীকে মুক্তিযোদ্ধা ঘোষণার আহ্বান জানিয়ে নদী গবেষক মোহাম্মদ এজাজ বলেন, ‘মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, নদীও তাতে ভূমিকা রেখেছ। দেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আমরা নদীকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণার দাবি জানাই। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানলে আমরা নদীকে জানব। উচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে। নদী যদি জীবন্ত সত্তা হতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাও হতে পারে। তাহলে হত্যা করা যাবে না। মুক্তিযুদ্ধের ঘটনা স্মরণ করতে আমরা স্মৃতিসৌধ তৈরি করি, কিন্তু নদীর ইতিহাস রক্ষায় কোনো স্মৃতির মিনার নেই।’
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল ভজন ক্ষ্যাপা ও তার দল। আয়োজনের শুরুতে মুক্তিযুদ্ধে নদীর অবদান নিয়ে তথ্যভিত্তিক পরিসংখ্যান নিয়ে ডিজিটাল প্রদর্শনী হয়।
রিভার বাংলা’র সমন্বয়ক ও লেখক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরপ্রতীক শাহজাহান কবির, নৌ কমান্ডো ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল, নদী গবেষক জাকারিয়া মণ্ডল, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ইবনুল সাঈদ রানা, নোঙর সভাপতি সুমন সামস্, গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি, মুক্তিযোদ্ধা সামসুল আলম জুলফিকার, কথাশিল্পী মনি হায়দার, কবি সঞ্জয় ঘোষ, গল্পকার সাইফ বরকতুল্লা প্রমুখ।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৬ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৮ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে