নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’

সম্মিলিত শিক্ষা আন্দোলন ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ ওরফে তাপসী খানকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তাপসী উপস্থিত হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের বেঞ্চ তাঁকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহকারী সচিব মো. আলমগীর হোসেন গত ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইনের ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ ধারাসহ দণ্ডিবিধির ৩৭৯/ ১০৯ ধারার অপরাধের অভিযোগ আনা হয়।
জানা গেছে, তাপসী খানের মেয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তাঁর মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল।
জবাবে তার মেয়ে জানায়, ‘ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং তার সম্পর্কে লিখতে বলা হয়।’ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুকে লেখেন ‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।’
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।
ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট করেছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা আইনে অপরাধ হতে পারে না। সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার। তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তাঁকে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে।’
ব্যারিস্টার হুমায়ন কবির আরও বলেন, ‘তাপসী খানের তিনটি শিশু কন্যাসন্তান রয়েছে। মামলার কারণে তিনি হয়রানির ভয়ে সন্তানদের নিয়ে বাড়িতে থাকতে পারেননি। যার কারণে সন্তানেরা ঠিকমতো অংশ নিতে পারেনি চলমান পরীক্ষায়। এ ছাড়া সামাজিকভাবেও তিনি হেয় হয়েছেন।’

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে