Ajker Patrika

১০ ও ১২ এপ্রিলের নিয়মিত ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৯: ৪২
১০ ও ১২ এপ্রিলের নিয়মিত ট্রেনের টিকিট বিক্রি শুরু

আজ (মঙ্গলবার) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল। তাই আগামীকাল বুধবার ও শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এই টিকিট অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাবে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। 

তিনি বলেন, ‘১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুই দিন শুধু রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে, সেগুলো চলবে না।’ 

এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে। 

রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে। 

এদিকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কমলাপুরে স্বাভাবিক যাত্রা হলেও রাত থেকে বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে কাল থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই যাত্রীরা ছাদে করেও ঢাকা ত্যাগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত