
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংহীটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম। কিন্তু সিংহীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।
আজ সোমবার শ্রীপুর থানায় গত ২১ ডিসেম্বরের হাতি মারা যাওয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইনও বিষয়টি জানেন।
গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সাফারি পার্কের সিংহী বেষ্টনীতে সিংহীটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সকালে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. রফিকুল ইসলাম।
থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মৃত সিংহটি মাদি, তার আনুমানিক বয়স ১৪ বছর।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইন বলেন, ‘হঠাৎ করে আবারও প্রাণী মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হচ্ছে। সম্প্রতি একটি হাতি ও একটি সিংহীর মৃত্যুতে জিডি হয়েছে।’
এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিংহী মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে সিংহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। কোনো ধরনের অবহেলার প্রমাণ পেলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আসলে প্রাণীগুলো মারা যাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন তাদের সঠিক পরিচর্যা, খাদ্য, বাসস্থান—এসব বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এগুলো যেকোনো একটির সমস্যা থাকলে প্রাণীর মৃত্যু হতে পারে। হঠাৎ করে প্রাণী মৃত্যু খারাপ সংবাদ। প্রতিবছর একই সময়ে ধারাবাহিক প্রাণীর মৃত্যু খুবই দুঃখজনক। গত বছরের প্রাণী মৃত্যু আর এ বছরের প্রাণী মৃত্যুর সঙ্গে কী ধরনের মিল রয়েছে, তা আমি সরেজমিনে গিয়ে বুঝতে পারব। সব মিলিয়ে প্রাণীগুলোর সঠিক পরিচর্যা না পেলে বা অবহেলা থাকলে মৃত্যু হতে পারে।’
প্রসঙ্গ, ২০২২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা যায়। এরপর দায়িত্বে অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ তবিবুর রহমানসহ চারজনকে বরখাস্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আবার গত ২১ ডিসেম্বর একটি হাতির মৃত্যু হয়।

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সিংহীটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম। কিন্তু সিংহীর মৃত্যুর খবরটি গণমাধ্যমে প্রকাশ করেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ।
আজ সোমবার শ্রীপুর থানায় গত ২১ ডিসেম্বরের হাতি মারা যাওয়ার তথ্য সংগ্রহ করতে গিয়ে এ তথ্য পাওয়া যায়। গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইনও বিষয়টি জানেন।
গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সাফারি পার্কের সিংহী বেষ্টনীতে সিংহীটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক। এ বিষয়ে গত ১৭ ডিসেম্বর সকালে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মো. রফিকুল ইসলাম।
থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মৃত সিংহটি মাদি, তার আনুমানিক বয়স ১৪ বছর।
গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসাইন বলেন, ‘হঠাৎ করে আবারও প্রাণী মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি হচ্ছে। সম্প্রতি একটি হাতি ও একটি সিংহীর মৃত্যুতে জিডি হয়েছে।’
এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিংহী মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে সিংহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। কোনো ধরনের অবহেলার প্রমাণ পেলে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আসলে প্রাণীগুলো মারা যাওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন তাদের সঠিক পরিচর্যা, খাদ্য, বাসস্থান—এসব বিষয়ের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এগুলো যেকোনো একটির সমস্যা থাকলে প্রাণীর মৃত্যু হতে পারে। হঠাৎ করে প্রাণী মৃত্যু খারাপ সংবাদ। প্রতিবছর একই সময়ে ধারাবাহিক প্রাণীর মৃত্যু খুবই দুঃখজনক। গত বছরের প্রাণী মৃত্যু আর এ বছরের প্রাণী মৃত্যুর সঙ্গে কী ধরনের মিল রয়েছে, তা আমি সরেজমিনে গিয়ে বুঝতে পারব। সব মিলিয়ে প্রাণীগুলোর সঠিক পরিচর্যা না পেলে বা অবহেলা থাকলে মৃত্যু হতে পারে।’
প্রসঙ্গ, ২০২২ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা এবং একটি বাঘ মারা যায়। এরপর দায়িত্বে অবহেলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এ সি এফ তবিবুর রহমানসহ চারজনকে বরখাস্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা হয়, যা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আবার গত ২১ ডিসেম্বর একটি হাতির মৃত্যু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে