
গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ রোববার সকালে বাঁশের লাঠি হাতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপির শতাধিক নেতা-কর্মী।
কেন্দ্রঘোষিত দুই দিনের (৫ ও ৬ নভেম্বর) লাগাতার অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন। নেতা-কর্মীদের হাতে ছিল বাঁশের লাঠি।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দুই দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে রাজপথে রয়েছি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দূরে রাখা যাবে না। নেতা-কর্মীরা আজ আর গ্রেপ্তার, মিথ্যা মামলার ভয় করে না। এত অত্যাচার, নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, গাজীপুর জেলা উলামা দলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে আজ রোববার সকালে বাঁশের লাঠি হাতে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপির শতাধিক নেতা-কর্মী।
কেন্দ্রঘোষিত দুই দিনের (৫ ও ৬ নভেম্বর) লাগাতার অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন। নেতা-কর্মীদের হাতে ছিল বাঁশের লাঠি।
কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দুই দিনের লাগাতার অবরোধ কর্মসূচি সফল করতে শ্রীপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে রাজপথে রয়েছি। মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দূরে রাখা যাবে না। নেতা-কর্মীরা আজ আর গ্রেপ্তার, মিথ্যা মামলার ভয় করে না। এত অত্যাচার, নির্যাতন, পুলিশি হয়রানি, মিথ্যা মামলার পরও বিএনপির ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে। অবরোধ কর্মসূচি সফল করতে কাজ করছে।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, গাজীপুর জেলা উলামা দলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। জনগণের জানমালের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৭ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৬ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৫ মিনিট আগে