কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে একটি পূজা মণ্ডপে দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৩০) নামে এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের জোয়াইল দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। প্রতিমায় আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পরেন ওই নারী। তবে পুলিশ বলছে ওই নারী কিছুটা অপ্রকৃতিস্থ।
জোয়াইল দুর্গা মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধিনেশ বর্মণ বলেন, আজ মহাষষ্ঠী ও দেবীর বোধন। অথচ আজ সকালেই আমাদের মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই নারী মা দুর্গার বাহন সিংহের কেশরে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মদন মোহন সরকার বলেন, কেরানীগঞ্জের মানুষ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বিভিন্ন উৎসব পালন করে। কিন্তু এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এটা কোন ভাবেই প্রত্যাশা করিনি। দুর্গা মায়ের কাছে এখন প্রার্থনা করছি তিনি যেন দুর্গতির বিনাশ করেন।
এ প্রসঙ্গে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে পরিদর্শন করি। পরে ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূজা মণ্ডপে পূজার কর্মসূচি শুরু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবউদ্দিন কবির বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারীর অপ্রকৃতিস্থ। তবে এর পেছনে অন্য কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পেছনে থাকা সকল অপরাধীদের খুঁজে বের করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ এমন ঘটনা কোনো দিনই কাম্য নয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকার কেরানীগঞ্জে একটি পূজা মণ্ডপে দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজেরা বেগম (৩০) নামে এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের জোয়াইল দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। প্রতিমায় আগুন দেওয়ার সময় হাতেনাতে ধরা পরেন ওই নারী। তবে পুলিশ বলছে ওই নারী কিছুটা অপ্রকৃতিস্থ।
জোয়াইল দুর্গা মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি ধিনেশ বর্মণ বলেন, আজ মহাষষ্ঠী ও দেবীর বোধন। অথচ আজ সকালেই আমাদের মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই নারী মা দুর্গার বাহন সিংহের কেশরে আগুন লাগিয়ে দেয়। পরে আমরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছি।
এ প্রসঙ্গে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মদন মোহন সরকার বলেন, কেরানীগঞ্জের মানুষ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে বিভিন্ন উৎসব পালন করে। কিন্তু এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এটা কোন ভাবেই প্রত্যাশা করিনি। দুর্গা মায়ের কাছে এখন প্রার্থনা করছি তিনি যেন দুর্গতির বিনাশ করেন।
এ প্রসঙ্গে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে পরিদর্শন করি। পরে ওই নারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পূজা মণ্ডপে পূজার কর্মসূচি শুরু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবউদ্দিন কবির বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারীর অপ্রকৃতিস্থ। তবে এর পেছনে অন্য কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পেছনে থাকা সকল অপরাধীদের খুঁজে বের করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ এমন ঘটনা কোনো দিনই কাম্য নয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে