আজকের পত্রিকা ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব আখতার হোসেন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকার বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
হামলার বিষয়ে আতাউল্লাহ ফেসবুক লাইভে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলের কার্যালয়ে তাঁদের মারধর করা হয়। এ সময় স্থানীয় পুলিশকে জানানো হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভ মিছিল শেষে নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অ্যাডভোকেট বাবুল আওয়ামী লীগের দোসর। তাঁর নামে একাধিক হত্যা মামলা থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁদের ওপর বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। এসব হামলার পেছনে সরকারের দোসরদের হাত রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা।’
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হোক। হামলাকারীদের গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিল করতে হবে।
বিক্ষোভ শেষে নেতারা আরও বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব আখতার হোসেন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকার বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
হামলার বিষয়ে আতাউল্লাহ ফেসবুক লাইভে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলের কার্যালয়ে তাঁদের মারধর করা হয়। এ সময় স্থানীয় পুলিশকে জানানো হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভ মিছিল শেষে নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অ্যাডভোকেট বাবুল আওয়ামী লীগের দোসর। তাঁর নামে একাধিক হত্যা মামলা থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁদের ওপর বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। এসব হামলার পেছনে সরকারের দোসরদের হাত রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা।’
সমাবেশ থেকে বক্তারা দাবি করেন অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হোক। হামলাকারীদের গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিল করতে হবে।
বিক্ষোভ শেষে নেতারা আরও বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৬ ঘণ্টা আগে