Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির নেতার ওপর হামলা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২: ২২
বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত
বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহসহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব আখতার হোসেন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকার বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।

হামলার বিষয়ে আতাউল্লাহ ফেসবুক লাইভে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলের কার্যালয়ে তাঁদের মারধর করা হয়। এ সময় স্থানীয় পুলিশকে জানানো হলেও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ মিছিল শেষে নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘অ্যাডভোকেট বাবুল আওয়ামী লীগের দোসর। তাঁর নামে একাধিক হত্যা মামলা থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁদের ওপর বিভিন্ন স্থানে হামলা হচ্ছে। এসব হামলার পেছনে সরকারের দোসরদের হাত রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা।’

সমাবেশ থেকে বক্তারা দাবি করেন অ্যাডভোকেট মো. মফিজুর রহমান বাবুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করা হোক। হামলাকারীদের গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিল করতে হবে।

বিক্ষোভ শেষে নেতারা আরও বলেন, ‘জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত