Ajker Patrika

প্রার্থীদের মধ্যে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে: আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২৩: ৫১
আজ বুধবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে শিক্ষার্থী সংসদ প্যানেল সংবাদ সম্মেলনে কথা বলেন ভিপি প্রার্থী আবদুল কাদের। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে শিক্ষার্থী সংসদ প্যানেল সংবাদ সম্মেলনে কথা বলেন ভিপি প্রার্থী আবদুল কাদের। ছবি: আজকের পত্রিকা

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের অভিযোগ করে বলেছেন, প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, যা প্রশাসন কোনো ব্যবস্থায় নিচ্ছে না। বরং যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের বেশিই সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রত্যেক প্রার্থী প্রতিযোগিতা করছে—কে কত আচরণবিধি লঙ্ঘন করতে পারেন।

আজ বুধবার বিকেলে মধুর ক্যানটিনের সামনে শিক্ষার্থী সংসদ প্যানেলের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আবদুল কাদের বলেন, ‘আমরা প্রথম থেকেই পুঙ্খানুপুঙ্খভাবে আচরণবিধি পালন করেছি। নির্বাচন কমিশন আচরণবিধি নিয়েও সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি।’

ভিপি প্রার্থী আবদুল কাদের আরও বলেন, ‘শিক্ষার্থীদের একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে, আবারও গণরুম, গেস্টরুমের সংস্কৃতি ফিরে আসবে কি না। নারীরাও অভয়ের ও আশ্রয়ের জায়গা খুঁজছে। আমরা শিক্ষার্থীদের বলেছি, অতীতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াব।’

জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ‘অনেক জায়গায় বিলবোর্ড ও ব্যানার লাগানো এখনো আছে। আমরা আশঙ্কা করছি, সঠিক সময়ে নির্বাচন হবে কি না। কারণ, আচরণবিধি লঙ্ঘনের কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। যদি কাউকে বিশেষ সুবিধা দেয় নির্বাচন কমিশন, তাহলে ছাত্রলীগের যে আচরণ, সেটা পুনরাবৃত্তি হবে বলে আমরা আশঙ্কা করছি।’

এ সময় নারী শিক্ষার্থীদের জন্য কেন্দ্র স্থানান্তর করা, পরীক্ষা পেছানো, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হওয়াসহ নানান মন্তব্য তাঁরা তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত