মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে