নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা এলাকায় ১৪ বছর আগের নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেদুয়ান।
আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের দুটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়। বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে ছয় মাস ও গাড়ি পোড়ানোর দায়ে প্রত্যেককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে উভয় ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলায় আদালত সাতজনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিকেল ৫টার সময় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মালিবাগ এলাকায় মিছিল সমাবেশ করেন। তাঁরা মতিঝিল থানার মালিবাগ সোহাগ পরিবহনের বাস কাউন্টারের বিপরীত পাশে রাস্তায় অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ান। এলাকায় ত্রাসের সৃষ্টি করেন।
এসব অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ওই দিনই মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মতিঝিল থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মতিঝিল থানা এলাকায় ১৪ বছর আগের নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেদুয়ান।
আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের দুটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়। বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে ছয় মাস ও গাড়ি পোড়ানোর দায়ে প্রত্যেককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে উভয় ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলায় আদালত সাতজনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিকেল ৫টার সময় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মালিবাগ এলাকায় মিছিল সমাবেশ করেন। তাঁরা মতিঝিল থানার মালিবাগ সোহাগ পরিবহনের বাস কাউন্টারের বিপরীত পাশে রাস্তায় অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ান। এলাকায় ত্রাসের সৃষ্টি করেন।
এসব অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ওই দিনই মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মতিঝিল থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৩ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে