নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মতিঝিল থানা এলাকায় ১৪ বছর আগের নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেদুয়ান।
আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের দুটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়। বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে ছয় মাস ও গাড়ি পোড়ানোর দায়ে প্রত্যেককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে উভয় ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলায় আদালত সাতজনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিকেল ৫টার সময় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মালিবাগ এলাকায় মিছিল সমাবেশ করেন। তাঁরা মতিঝিল থানার মালিবাগ সোহাগ পরিবহনের বাস কাউন্টারের বিপরীত পাশে রাস্তায় অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ান। এলাকায় ত্রাসের সৃষ্টি করেন।
এসব অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ওই দিনই মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মতিঝিল থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মতিঝিল থানা এলাকায় ১৪ বছর আগের নাশকতার এক মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোবারক হোসেন, হাসান আল মামুন, আবু তাহের মেজবাহ, মো. জাহাঙ্গীর, মো. ইব্রাহিম, সাইফুল ইসলাম, মো. জরিপ, আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মো. রেদুয়ান।
আদালতের বেঞ্চ সহকারী জনি খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের দুটি ধারায় এই কারাদণ্ড দেওয়া হয়। বেআইনি সমাবেশের জন্য প্রত্যেককে ছয় মাস ও গাড়ি পোড়ানোর দায়ে প্রত্যেককে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে উভয় ধারায় ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলায় আদালত সাতজনকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার সময় যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয়। পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর বিকেল ৫টার সময় সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মালিবাগ এলাকায় মিছিল সমাবেশ করেন। তাঁরা মতিঝিল থানার মালিবাগ সোহাগ পরিবহনের বাস কাউন্টারের বিপরীত পাশে রাস্তায় অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পোড়ান। এলাকায় ত্রাসের সৃষ্টি করেন।
এসব অভিযোগে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম বাদী হয়ে ওই দিনই মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩০ জুন মতিঝিল থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান জামায়াতের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা চলাকালে চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে