নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেসবুকে ছড়িয় পড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৫টি শিশু নিখোঁজের ঘটনাটি গুজব বলছে পুলিশ। পোস্ট দাতাকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন। কেন তিনি এই পোস্ট দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
৬ জুলাই সকাল থেকে হঠাৎ শিশু নিখোঁজের তথ্য নিয়ে ফেসবুকে শত শত পোস্ট আসতে শুরু করে। যেখানে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে ৩৫ শিশু। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টগুলো। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত আইডি থেকে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি।
সতর্কতামূলক ও ব্রেকিং নিউজ লিখে এসব নিখোঁজ সংবাদ ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করা হয়েছে। বিভিন্নজন পোস্টে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ! গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন।’
শিশু নিখোঁজের বিষয়ে সম্ভাব্য প্রথম ভাইরাল পোস্ট দাতাকে শনাক্ত করেছে পুলিশ। পোস্ট দাতার নাম সাফিউল্লাহ সাফা। তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন। তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে পুলিশের নজরদারিতে আছেন তিনি।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটিই গুজব। এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমাদের কাছে বিষয়টি গুজব মনে হয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ নিয়েছি, এমন নিখোঁজের কোনো তথ্য আমাদের কাছে নেই।’
তিনি বলেন, ‘কোনো মহল হয়তো এই তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। এটি কীভাবে শুরু হলো, আমরা তা খতিয়ে দেখছি।’
পুলিশ জানিয়েছে, ফেসবুকে ৬ ও ৭ জুলাই এমন পোস্ট যাঁরা দিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দেখা যায়, কোনো কোনো নিখোঁজ শিশুর বিষয়ে না জেনেই পোস্ট দিচ্ছেন কেউ। কোনোটির আবার নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর বন্ধ। কাউকে কাউকে আবার খুঁজে পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলছেন, ‘অস্বাভাবিকভাবে শিশু নিখোঁজ বিষয়টি গুজব হতে পারে। তথ্য শেয়ারের ক্ষেত্রে উচিত আরও সচেতন হওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা এ ধরনের সংবাদ দেখলেই তা শেয়ার না করে মেইন স্ট্রিম নিউজে ক্রস চেক করা উচিত।’
পরিসংখ্যানে দেখা যায়, গত ৪ থেকে ৬ মে ঢাকায় ৫০ থানায় নিখোঁজের জিডি হয় ৩৩টি, ৪ থেকে ৬ জুন ৩৬টি এবং ৪ থেকে ৬ জুলাইয়ে ৩২টি নিখোঁজের ডায়েরি হয়েছে। এসব ডায়েরিতে বয়স্ক, প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ, গৃহপরিচারিকা ও নারী–শিশু রয়েছেন। তবে একযোগে এত শিশু নিখোঁজের কোনো তথ্য নেই।
আরও খবর পড়ুন:

ফেসবুকে ছড়িয় পড়া দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৫টি শিশু নিখোঁজের ঘটনাটি গুজব বলছে পুলিশ। পোস্ট দাতাকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন। কেন তিনি এই পোস্ট দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
৬ জুলাই সকাল থেকে হঠাৎ শিশু নিখোঁজের তথ্য নিয়ে ফেসবুকে শত শত পোস্ট আসতে শুরু করে। যেখানে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে ৩৫ শিশু। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টগুলো। ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত আইডি থেকে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি।
সতর্কতামূলক ও ব্রেকিং নিউজ লিখে এসব নিখোঁজ সংবাদ ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করা হয়েছে। বিভিন্নজন পোস্টে লিখেছেন, ‘ব্রেকিং নিউজ! গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন।’
শিশু নিখোঁজের বিষয়ে সম্ভাব্য প্রথম ভাইরাল পোস্ট দাতাকে শনাক্ত করেছে পুলিশ। পোস্ট দাতার নাম সাফিউল্লাহ সাফা। তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন। তাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে পুলিশের নজরদারিতে আছেন তিনি।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটিই গুজব। এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমাদের কাছে বিষয়টি গুজব মনে হয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ নিয়েছি, এমন নিখোঁজের কোনো তথ্য আমাদের কাছে নেই।’
তিনি বলেন, ‘কোনো মহল হয়তো এই তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে। এটি কীভাবে শুরু হলো, আমরা তা খতিয়ে দেখছি।’
পুলিশ জানিয়েছে, ফেসবুকে ৬ ও ৭ জুলাই এমন পোস্ট যাঁরা দিয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দেখা যায়, কোনো কোনো নিখোঁজ শিশুর বিষয়ে না জেনেই পোস্ট দিচ্ছেন কেউ। কোনোটির আবার নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বর বন্ধ। কাউকে কাউকে আবার খুঁজে পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলছেন, ‘অস্বাভাবিকভাবে শিশু নিখোঁজ বিষয়টি গুজব হতে পারে। তথ্য শেয়ারের ক্ষেত্রে উচিত আরও সচেতন হওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা এ ধরনের সংবাদ দেখলেই তা শেয়ার না করে মেইন স্ট্রিম নিউজে ক্রস চেক করা উচিত।’
পরিসংখ্যানে দেখা যায়, গত ৪ থেকে ৬ মে ঢাকায় ৫০ থানায় নিখোঁজের জিডি হয় ৩৩টি, ৪ থেকে ৬ জুন ৩৬টি এবং ৪ থেকে ৬ জুলাইয়ে ৩২টি নিখোঁজের ডায়েরি হয়েছে। এসব ডায়েরিতে বয়স্ক, প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ, গৃহপরিচারিকা ও নারী–শিশু রয়েছেন। তবে একযোগে এত শিশু নিখোঁজের কোনো তথ্য নেই।
আরও খবর পড়ুন:

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে