নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর ওপর দিয়ে ৫১টি ভবনে টানা হয়েছে ইন্টারনেট ও ডিশের তার। মেট্রোরেলের রুটের অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে অতিক্রম করা এসব তার ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে সেই চিঠি এখনো হাতে পায়নি ইন্টারনেট ও কেব্ল অপারেটররা। চিঠি হাতে না পেলেও কাজ শুরু করেছেন তাঁরা।
আজ শনিবার কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, তাঁদের যাঁরা সদস্য আছেন তাঁদের বলা হয়েছে। যদি কারও তার থাকে, তবে সেটি যেন সরিয়ে নেন। না হলে যে আইনগত ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এর দায়ভার অ্যাসোসিয়েশন নিতে পারবে না।
সাইফুল হোসেন বলেন, তাঁদের অপারেটররা বেশির ভাগ তার সরিয়ে নিয়েছেন। এখন যে তার আছে সেগুলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, তারা গণমাধ্যমের মাধ্যমে চিঠি সম্পর্কে জেনেছেন। এখনো চিঠি হাতে পাননি।
ইমদাদুল হক বলেন, তাঁদের এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে তাঁরা তার সরাবেন না। যেহেতু তারা (এমআরটি-৬) বলেছে সেই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করা হয়েছে। সদস্যদের জানানো হয়েছে, কারও এমন তার থাকলে তা সরিয়ে নিতে। তবে সময় আর একটু বেশি লাগবে।
ইমদাদুল হক বলেন, ১০ থেকে ১৫টি ভবনে তাঁদের তার থাকতে পারে। ২৪ ঘণ্টায় এটা সম্ভব না। শুক্র ও শনিবার এমনিতে বন্ধ। পাশাপাশি কিছু বিষয় আছে। ইচ্ছা করলেই আন্ডারগ্রাউন্ড কেব্ল পাওয়া যাবে না। বিকল্পব্যবস্থায় ওভারহেড কেব্ল দিয়ে সরিয়ে নিতে হবে। সেই প্রক্রিয়া চলছে।
সময়ের ব্যাপারে মেট্রোরেল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কি না—এমন প্রশ্নে ইমদাদুল হক বলেন, ‘শুক্রবার রাতেই জানতে পেরেছি। ফরমাল যে চিঠি পাঠিয়েছে, সেটি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরেই কাজ শুরু হয়েছে। আমাদের পক্ষ থেকে কাল (রোববার) তাঁদের জানানো হবে।’
এর আগে ২৮ মার্চ বৃহস্পতিবার এই বিষয়ে কেব্ল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. ইমদাদুল হক বরাবর চিঠি দেয় এমআরটি-৬-এর প্রকল্প পরিচালক মো. আফতাব উদ্দিন তালুকদার।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে, ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬-এর রুট অ্যালাইনমেন্টের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর দিয়ে ৫১টি ভবনে ইন্টারনেট ও ডিশের তার টানা হয়েছে। এসব তার যেকোনো মুহূর্তে ছিঁড়ে মেট্রোরেলের ভায়াডাক্ট ও ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। এমআরটি লাইন-৬-এর ডিপো এলাকা, স্টেশন, রুট অ্যালাইনমেন্ট এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে