সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর টাকায় কেনা অটোরিকশা চুরির পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন টিনশেডের একটি কক্ষ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন রোজিনা আক্তার ও তাঁর স্বামী সবুর আলী এবং মেয়ে সুমাইয়া। তাঁরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরগোরুক মণ্ডল গ্রামের বাসিন্দা।
রোজিনা আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সবুর অটোরিকশাচালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।
মৃতদের স্বজন ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই দিন ধরে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে প্রতিবেশীর কক্ষ থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানায় প্রতিবেশীরা।
মৃত সবুর আলীর বোন রাশেদা আক্তার বলেন, অটোরিকশা কিনে গত বুধবার প্রথম বের হয় সবুর। তবে সেই অটোরিকশা চুরি হয়ে যায়। ভয়ে সবুর তাঁর স্ত্রীকে ঘটনাটি জানায়নি। তবে পরদিন বিষয়টি সবুরের স্ত্রী টের পেয়ে যান। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। ঘটনাটি দুই দিন আগে হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।

সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর টাকায় কেনা অটোরিকশা চুরির পর থেকে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি স্বজনদের।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন টিনশেডের একটি কক্ষ থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তিরা হলেন রোজিনা আক্তার ও তাঁর স্বামী সবুর আলী এবং মেয়ে সুমাইয়া। তাঁরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চরগোরুক মণ্ডল গ্রামের বাসিন্দা।
রোজিনা আক্তার একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সবুর অটোরিকশাচালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।
মৃতদের স্বজন ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই দিন ধরে কোনো সাড়া-শব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে প্রতিবেশীর কক্ষ থেকে টিনের ফাঁক দিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানায় প্রতিবেশীরা।
মৃত সবুর আলীর বোন রাশেদা আক্তার বলেন, অটোরিকশা কিনে গত বুধবার প্রথম বের হয় সবুর। তবে সেই অটোরিকশা চুরি হয়ে যায়। ভয়ে সবুর তাঁর স্ত্রীকে ঘটনাটি জানায়নি। তবে পরদিন বিষয়টি সবুরের স্ত্রী টের পেয়ে যান। তারপর থেকেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই আল মামুন কবির আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। ঘটনাটি দুই দিন আগে হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে