নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাধীনতার ৫০ বছর এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ করেছে হাঁটাহাঁটি-দ্য ওয়াক নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর জিরো পয়েন্ট থেকে বিজয় পদযাত্রা শুরু করে সংগঠনটি।
সংগঠনটির ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচির আহ্বায়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ‘জিরো পয়েন্ট থেকে শুরু করে রাজধানীর কাকরাইল, মগবাজার, মহাখালী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর পার হয়ে ভালুকা পর্যন্ত ৭১ কিলোমিটার হাঁটার কর্মসূচি পালন করছি।’ পদযাত্রায় একজন নারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী মিলে ১৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।
জাকারিয়া আরও বলেন, ‘হাঁটার পথে করোনা মহামারি পরিস্থিতির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পথচারীদের মধ্যে ৭১০টি মাস্ক বিতরণ করব এবং সুস্থ ও নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচেষ্টা চালাব।’ ৭১ কিলোমিটার পদযাত্রা শেষে ভালুকার স্কয়ার ফ্যাশনস লিমিটেড বাস স্টপেজে ৭১টি মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করা হবে বলে জানান তিনি।
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করতে ৭১ কিলোমিটার পদযাত্রা করা হচ্ছে জানিয়ে জাকারিয়া আল মাহমুদ বলেন, ‘এটি করতে প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা লাগবে। পুরো পথটাই আমরা হেঁটে যাব। আমরা মূলত অ্যাথলেট। আমরা ম্যারাথন করি, হাঁটি, ট্র্যাকিং করি। তাই বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচি নিয়েছি। এবারের বিজয় দিবসটা একটু বেশি তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ৫০ বছর, একই সঙ্গে জাতির পিতার জন্মশতবর্ষ চলছে।’
পদযাত্রার উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো সক্রিয়। দেশে অনেক রকমের অস্থিরতা আছে। সেগুলোর মধ্যেও আমাদের প্রতিশ্রুতিশীল তরুণ প্রজন্ম নিজেদের সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাদের আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ।’
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে জাকারিয়া আল মাহমুদ আরও বলেন, ‘একাত্তরের এই সময়টাতে চারদিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ফিরছিলেন। মুক্তিযোদ্ধাদের সেই যাত্রাটা উপলব্ধি করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা এবং মানুষের মাঝে তা প্রসারিত করতেই এই উদ্যোগ। অনুভূতিটা অনুভব করে পুরো পথটা হাঁটা এবং পথের দুপাশে যাঁরা দেখবেন তাঁদের মধ্যেও কিছুটা ভাবনার উদ্রেক করতেই এই আয়োজন।’

স্বাধীনতার ৫০ বছর এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ করেছে হাঁটাহাঁটি-দ্য ওয়াক নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর জিরো পয়েন্ট থেকে বিজয় পদযাত্রা শুরু করে সংগঠনটি।
সংগঠনটির ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচির আহ্বায়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ‘জিরো পয়েন্ট থেকে শুরু করে রাজধানীর কাকরাইল, মগবাজার, মহাখালী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর পার হয়ে ভালুকা পর্যন্ত ৭১ কিলোমিটার হাঁটার কর্মসূচি পালন করছি।’ পদযাত্রায় একজন নারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী মিলে ১৬ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।
জাকারিয়া আরও বলেন, ‘হাঁটার পথে করোনা মহামারি পরিস্থিতির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পথচারীদের মধ্যে ৭১০টি মাস্ক বিতরণ করব এবং সুস্থ ও নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচেষ্টা চালাব।’ ৭১ কিলোমিটার পদযাত্রা শেষে ভালুকার স্কয়ার ফ্যাশনস লিমিটেড বাস স্টপেজে ৭১টি মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শেষ করা হবে বলে জানান তিনি।
মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করতে ৭১ কিলোমিটার পদযাত্রা করা হচ্ছে জানিয়ে জাকারিয়া আল মাহমুদ বলেন, ‘এটি করতে প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা লাগবে। পুরো পথটাই আমরা হেঁটে যাব। আমরা মূলত অ্যাথলেট। আমরা ম্যারাথন করি, হাঁটি, ট্র্যাকিং করি। তাই বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচি নিয়েছি। এবারের বিজয় দিবসটা একটু বেশি তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ৫০ বছর, একই সঙ্গে জাতির পিতার জন্মশতবর্ষ চলছে।’
পদযাত্রার উদ্দেশ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো সক্রিয়। দেশে অনেক রকমের অস্থিরতা আছে। সেগুলোর মধ্যেও আমাদের প্রতিশ্রুতিশীল তরুণ প্রজন্ম নিজেদের সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তাদের আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ।’
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে জাকারিয়া আল মাহমুদ আরও বলেন, ‘একাত্তরের এই সময়টাতে চারদিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ফিরছিলেন। মুক্তিযোদ্ধাদের সেই যাত্রাটা উপলব্ধি করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা এবং মানুষের মাঝে তা প্রসারিত করতেই এই উদ্যোগ। অনুভূতিটা অনুভব করে পুরো পথটা হাঁটা এবং পথের দুপাশে যাঁরা দেখবেন তাঁদের মধ্যেও কিছুটা ভাবনার উদ্রেক করতেই এই আয়োজন।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৩৫ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে