Ajker Patrika

বার্ন ইউনিটে ভর্তি ২ জনের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে: ডা. সামন্ত লাল সেন

নিজস্ব প্রতিবেদক
বার্ন ইউনিটে ভর্তি ২ জনের দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে: ডা. সামন্ত লাল সেন

ঢাকা: রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মগবাজারের ঘটনা নিয়ে একটু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, এখন পর্যন্ত আমাদের এখানে ১৭ জন রোগী এসেছে। এদের মধ্যে দুজনকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকিদের মধ্যে তিনজন দগ্ধ রোগী। এদের দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। দুজনেরই ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক আরও জানান, বাকিরা সবাই আহত। তাদের শরীরে ভাঙা, কাটা-ছেঁড়া জখম রয়েছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তিতে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত