গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৫ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে