গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ এলাকার জেলে ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে ইসহাক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারসংলগ্ন আনোয়ার খাঁ মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার কাশেমপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।
জেলে ইসহাক হালদার বলেন, ‘আমরা মঙ্গলবার ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে।’ মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, মিঠাপানির এমন সুস্বাদু এত বড় মাছ নদীতে এখন মাঝেমধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাশন, দশন, কৌনা, কচাল ও চাকাওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৫ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৩ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৬ মিনিট আগে