Ajker Patrika

ফরিদপুরে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৪: ৪৩
ফরিদপুরে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক

ফরিদপুর জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারী দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার ডিবি পুলিশের অভিযানে তাঁদের আটক করা হয়। আজ মঙ্গলবার ফরিদপুর ডিবি পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন সাবেক সেনাসদস্য (এমওডিসি) মো. আনোয়ার হোসেন বাবু (৫৪) এবং তাঁর ছেলে লিমন বাবু (২৪)। তাঁদের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে। 

ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিকুল ইসলাম জানান, ডিজিএফআই ফরিদপুর জেলার প্রতিনিধির দেওয়া সূত্র ধরে ফরিদপুর শহরস্থ হাউজিং স্টেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেন বাবু ও তাঁর ছেলে লিমন বাবুকে আটক করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তাঁদের কাছ থেকে আটটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, চাকরি দেওয়ার নাম করে পুলিশ, অ্যাভিয়েশন বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আবেদনকারীদের জীবনবৃত্তান্তের কপি এবং ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, উক্ত কাজে ব্যবহৃত একাধিক সিম, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন কাগজপত্র এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। 

রাকিকুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত