নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পনেরো দিন আগে বদলির প্রজ্ঞাপন হলেও তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় দায়িত্ব চালিয়ে আসছিলেন রবিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। এর আগে গত ১০ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুনিবুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, গত ১০ আগস্ট বদলির আদেশ হলেও ইউএনও হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর কাছেও দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। ফলে বদলির প্রজ্ঞাপন হলেও ইউএনও হিসেবে দায়িত্ব চালিয়ে আসতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেছিলেন, বরিশাল সদরের ইউএনওকে প্রত্যাহার নিয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছিলেন, বরিশালের ঘটনার পর সদরের ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনিবুর ২০২০ সালের ৪ মে থেকে বরিশাল সদরের ইউএনও’র দায়িত্বে আছেন। ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিন বছরের বেশি কোনো কর্মকর্তাকে ওইপদে রাখা না হলেও কতদিন পর প্রত্যাহার করা যায় সে বিষয়ে বাধাধরা কোনো নিয়ম নেই।
বরিশাল সদর উপজেলা চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সরকারদলীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ এবং ইউএনও বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে প্রধান আসামি দুটি মামলা করেন। সদর থানার ওসি এবং সদরের ইউএনওকে আসামি করে আরও দুটি মামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে গত রোববার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের বাসভবনে বৈঠক করে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

পনেরো দিন আগে বদলির প্রজ্ঞাপন হলেও তাঁর জায়গায় নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় দায়িত্ব চালিয়ে আসছিলেন রবিশাল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান। এর আগে গত ১০ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মুনিবুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, গত ১০ আগস্ট বদলির আদেশ হলেও ইউএনও হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর কাছেও দায়িত্ব হস্তান্তর করতে পারিনি। ফলে বদলির প্রজ্ঞাপন হলেও ইউএনও হিসেবে দায়িত্ব চালিয়ে আসতে হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেছিলেন, বরিশাল সদরের ইউএনওকে প্রত্যাহার নিয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছিলেন, বরিশালের ঘটনার পর সদরের ইউএনওকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মুনিবুর ২০২০ সালের ৪ মে থেকে বরিশাল সদরের ইউএনও’র দায়িত্বে আছেন। ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিন বছরের বেশি কোনো কর্মকর্তাকে ওইপদে রাখা না হলেও কতদিন পর প্রত্যাহার করা যায় সে বিষয়ে বাধাধরা কোনো নিয়ম নেই।
বরিশাল সদর উপজেলা চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র করে সরকারদলীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ এবং ইউএনও বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে প্রধান আসামি দুটি মামলা করেন। সদর থানার ওসি এবং সদরের ইউএনওকে আসামি করে আরও দুটি মামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে গত রোববার রাতে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের বাসভবনে বৈঠক করে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৬ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে