নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।

বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন শাহজাহানের শাশুড়ি শাহিনুর বেগম এবং তাঁদের পরিচিত দীন ইসলাম, আজীদা বেগম রাসেল ও বাবলু।
মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘ ৩২ বছর কারাভোগ করার পর গত বছর ১৮ জুন মুক্তি পান শাহজাহান। তাঁর আপনজন বলতে কেউ না থাকায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার রোড তালতলা বায়তুল নূর জামে মসজিদের পেছনে যান। সেখানে অনেকেই তাঁকে আপন করে নেন।
তাঁর স্ত্রী, শাশুড়ি এবং অন্য যাঁদের আসামি করেছেন তাঁরা ওই সময় শাহজাহানের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। একসময় তাঁরা সবাই মিলে সাথী আক্তারের সঙ্গে শাহজাহানের বিয়ে ঠিক করেন। তখন জল্লাদ শাহজাহানকে ১০ লাখ টাকা স্ত্রীকে দিতে বাধ্য করা হয়।
গত বছর ২১ ডিসেম্বর শাহজাহান সাথী আক্তারকে বিয়ে করেন। তখনো আরও ৩ লাখ টাকার বেশি সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র স্ত্রীকে দেন। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী শাহজাহানের প্রতি দুর্ব্যবহার শুরু করেন।
শাহজাহানের টাকাগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যেই আসামিরা সঙ্ঘবদ্ধভাবে শাহজাহানের সঙ্গে সাথী আক্তারকে বিয়ে দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
তাই পরে সাথী আক্তার শাহজাহানকে জানিয়ে দেন, তিনি আর ঘর–সংসার করবেন না। এ কারণে শাহজাহান মামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
জানা গেছে, ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে মোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। অনেকগুলো মামলায় সাজা হয় ১৪৩ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ কমানোর জন্য কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে চার দেয়ালের বন্দিজীবন থেকে মুক্তি পান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে