শাহরিয়ার হাসান, ঢাকা

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি অপরাধ তদন্ত বিভাগ সিআইডির রিমান্ডে রয়েছেন। আগামীকাল মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে তাঁকে তোলা হবে আদালতে। সেখানে আলোচিত এই নায়িকাকে নিরাপত্তা দিবেন ৫৫ জন পুলিশ সদস্য। উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন স্বাক্ষরিত আদালত প্রাঙ্গনে নিরাপত্তা সংশ্লিষ্ট এক চিঠিতে বিষয়টি উল্লেখ্য করা হয়েছে।
চিঠিতে বলা আছে, 'বনানী থানার মামলা নং ০৫ (৮) ২১, ধারা ২৪ (খ) / ২৯ (ক) / ১০ (ক) / ৪২ (১) / ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আসামী চিত্র নায়িকা পরীমণিকে রিমান্ড শেষে মঙ্গলবার সিএমএম কোর্ট নং ২৮ হাজির করা হবে। তাঁর হাজির উপলক্ষে প্রসিকিউশন বিভাগ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ণ করা হলো।'
নিরাত্তার অংশ হিসেবে সিএমএম কোর্ট প্রধান গেটে আসামী পরীমণিকে গ্রহণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে ২৮ জন পুলিশ। যারা প্রধান গেটে প্রিজনভ্যান থেকে আসামীকে গ্রহণ করবেন, হাজতে রাখবেন, হাজত থেকে ২৮ নং আদালতে হাজির করবেন, শুনানী শেষে আবার প্রিজন ভ্যানে বুঝিয়ে দিবেন।
আবার সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ২৩ জন পুলিশ সদস্য শুধু ২৮ নং আদালতের আশেপাশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে আদালতের ভেতর হাজতখানার তদারকি করবেন পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারের সঙ্গে আরো একজন এসআই।

পরীমণির মামলার তদারকি কর্মকর্তা সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আমাদের হাতে আরো একদিন সময় আছে। আমাদের যদি মনে হয়, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন তাহলে আমরা নতুন করে আবার রিমান্ড আবেদন করবো।
গত বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগীকে আটক করে র্যাব। তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে ৪র্থ সংস্থা হিসেবে পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণি অপরাধ তদন্ত বিভাগ সিআইডির রিমান্ডে রয়েছেন। আগামীকাল মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে তাঁকে তোলা হবে আদালতে। সেখানে আলোচিত এই নায়িকাকে নিরাপত্তা দিবেন ৫৫ জন পুলিশ সদস্য। উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন স্বাক্ষরিত আদালত প্রাঙ্গনে নিরাপত্তা সংশ্লিষ্ট এক চিঠিতে বিষয়টি উল্লেখ্য করা হয়েছে।
চিঠিতে বলা আছে, 'বনানী থানার মামলা নং ০৫ (৮) ২১, ধারা ২৪ (খ) / ২৯ (ক) / ১০ (ক) / ৪২ (১) / ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আসামী চিত্র নায়িকা পরীমণিকে রিমান্ড শেষে মঙ্গলবার সিএমএম কোর্ট নং ২৮ হাজির করা হবে। তাঁর হাজির উপলক্ষে প্রসিকিউশন বিভাগ থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ণ করা হলো।'
নিরাত্তার অংশ হিসেবে সিএমএম কোর্ট প্রধান গেটে আসামী পরীমণিকে গ্রহণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে ২৮ জন পুলিশ। যারা প্রধান গেটে প্রিজনভ্যান থেকে আসামীকে গ্রহণ করবেন, হাজতে রাখবেন, হাজত থেকে ২৮ নং আদালতে হাজির করবেন, শুনানী শেষে আবার প্রিজন ভ্যানে বুঝিয়ে দিবেন।
আবার সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিদুর রহমানের নেতৃত্বে ২৩ জন পুলিশ সদস্য শুধু ২৮ নং আদালতের আশেপাশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। তবে আদালতের ভেতর হাজতখানার তদারকি করবেন পরিদর্শক সাইফুল ইসলাম শিকদারের সঙ্গে আরো একজন এসআই।

পরীমণির মামলার তদারকি কর্মকর্তা সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আমাদের হাতে আরো একদিন সময় আছে। আমাদের যদি মনে হয়, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন তাহলে আমরা নতুন করে আবার রিমান্ড আবেদন করবো।
গত বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তাঁর সহযোগীকে আটক করে র্যাব। তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। একদিন পর বৃহস্পতিবার পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর কয়েকটি ধারায় বনানী থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশের আবেদনে পরীমণির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। র্যাব, থানা পুলিশ, ডিবি ঘুরে ৪র্থ সংস্থা হিসেবে পরীমণির বিরুদ্ধে করা মাদক মামলার তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে