
টানা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। ফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ১০০ টন শুকনো খাদ্য বিতরণ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রসহ ও হাসপাতালের আশপাশের গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে শুক্রবার ঢাকা থেকে দুপুরে ৫ টন চিড়া এবং ১ টন গুড় সিলেট বিশ্বনাথ উপজেলার নওধার গণস্বাস্থ্য কেন্দ্র ও সুনামগঞ্জে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের আশপাশের গ্রামগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারেদের জন্য পাঠানো হয়েছে।
বন্যাকবলিত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ২টি দল চিকিৎসা সেবা দেবে। গণস্বাস্থ্য কেন্দ্র আগামী কয়েকদিনে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় পানি না নেমে না যাওয়া পর্যন্ত ১০০ টন চিড়া ও গুড়, বন রুটি, টোস্ট বিস্কুটসহ শুকনো খাবার বিতরণ করবে। পানি নেমে যাওয়ার পর গরিব অসহায় পরিবারদেরকে পূর্ণবাসনেও সহযোগিতা অব্যাহত রাখবে। পাগলা বাজার উপকেন্দ্রের সামনের মেইন রোড প্রায় ডুবু ডুবু অবস্থায় আছে, কিছু সময়ের মধ্যে রাস্তা ডুবে হাসপাতালে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় প্লাবিত আশপাশের গ্রামের লোকজন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ যাদের দোতলা বাড়ি রয়েছে সেসকল জায়গায় আশ্রয় নিয়েছেন। তার পাশাপাশি পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালেও প্রায় ৪০০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এবং এখনো লোকজন আশ্রয়ের জন্য হাসপাতালে আসা চলমান রয়েছে।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৩ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৪ মিনিট আগে