উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘মাস শেষ হলেই বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক-কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা। তারা বলেন সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন-বোনাসও পাই নাই।’
শ্রমিকদের দাবি, আমরা ৪৫০ জন শ্রমিক। গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পাই আমরা। দুই দিন পর ঈদ, কিন্তু মালিক টাকা দেয় না। যার কারণে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আমরা আবদুল্লাহপুর-মৈনারটেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছি। পরে পুলিশ এসে আমাদের শান্ত করে গার্মেন্টসের ভেতরে ঢুকিয়েছে।
শ্রমিকদের দাবি, আমরা বেতন না পেয়ে এখান থেকে যাব না। বেতন পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় করব।
এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে এইচআরবি গার্মেন্টসের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা রাস্তাও অবরোধ করে রেখেছিল।’
ওসি মামুন বলেন, ‘গার্মেন্টসটির মালিক ছিল না। এখন মালিক-কর্তৃপক্ষ এসেছে। কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়—সেই চেষ্টা করছি।’

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তরখানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন। আজ মঙ্গলবার সকালে উত্তরখানের চানপাড়া এলাকার এইচআরবি অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসের কয়েক শ শ্রমিক সকাল থেকে এ আন্দোলন শুরু করেন।
আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে বলেন, ‘মাস শেষ হলেই বেতন দেওয়া নিয়ে টালবাহানা করে মালিক-কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে এমন টালবাহানা করে আসছে তারা। তারা বলেন সারা বছর কাজ করেছি, রমজানের ঈদ চলে এসেছে। সবাই পরিবারের সঙ্গে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছে। অথচ আমরা বাড়ি যাওয়া তো দূরের কথা, বেতন-বোনাসও পাই নাই।’
শ্রমিকদের দাবি, আমরা ৪৫০ জন শ্রমিক। গত মার্চ মাসের বেতন ও ঈদ বোনাস পাই আমরা। দুই দিন পর ঈদ, কিন্তু মালিক টাকা দেয় না। যার কারণে সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত আমরা আবদুল্লাহপুর-মৈনারটেক সড়ক অবরোধ করে আন্দোলন করেছি। পরে পুলিশ এসে আমাদের শান্ত করে গার্মেন্টসের ভেতরে ঢুকিয়েছে।
শ্রমিকদের দাবি, আমরা বেতন না পেয়ে এখান থেকে যাব না। বেতন পাওয়ার জন্য আমাদের যা যা করতে হয় করব।
এদিকে, শ্রমিকদের আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থলে আছেন। এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে এইচআরবি গার্মেন্টসের শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তারা রাস্তাও অবরোধ করে রেখেছিল।’
ওসি মামুন বলেন, ‘গার্মেন্টসটির মালিক ছিল না। এখন মালিক-কর্তৃপক্ষ এসেছে। কীভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করা যায়—সেই চেষ্টা করছি।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২১ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে