গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকদের ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি ও ওষুধের স্বল্পতা এবং ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী ভর্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে উত্থাপিত ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেট সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ডা. অসিত কুমার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহম্মেদের কাছে কিছু অভিযোগের বিষয়ে জানতে চান। তিনিও বিষয়টি এড়িয়ে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্যের প্রধান অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পরে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা শান্ত হন।
সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট (এমসি) বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকদের ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক। তিনি তাঁর বক্তব্যে হাসপাতালের জনবল, যন্ত্রপাতি ও ওষুধের স্বল্পতা এবং ধারণক্ষমতার চেয়ে অধিক রোগী ভর্তিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেই সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে উত্থাপিত ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা নেই বলে দাবি করেন।
এ সময় গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্য এবং এর সঙ্গে জড়িত সিন্ডিকেট সম্পর্ক সুনির্দিষ্টভাবে জানতে চাইলে ডা. অসিত কুমার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের তোপের মুখে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহম্মেদের কাছে কিছু অভিযোগের বিষয়ে জানতে চান। তিনিও বিষয়টি এড়িয়ে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়।
গণমাধ্যমকর্মীরা হাসপাতালের সার্টিফিকেট বাণিজ্যের প্রধান অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক আহম্মেদকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
পরে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিলে সাংবাদিকেরা শান্ত হন।
সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পরিচালক ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে