নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’
শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’
রাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’
শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’
রাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
৪ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৪৩ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে