নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে চিকিৎসায় অবহেলার কারণে হাফিজুর রহমান (৩৩) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার সিটি ল্যাব হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন।
হাফিজুর রহমান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি আশুলিয়ার নরসিংহপুরে থাকতেন।
হাফিজুরের চাচি জোহুরা বেগম বলেন, কারখানা বন্ধ থাকায় হাফিজুর গ্রামের বাড়ি গিয়েছিলেন। গতকাল মোটরসাইকেলে করে বাড়ি থেকে আশুলিয়ার বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
হাফিজুরের চাচাতো বোন শামীমা আক্তার বলেন, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না হওয়ায় আমার পরামর্শে হাফিজুরকে গতকাল রাতেই সাভার বাসস্ট্যান্ডের অদূরে সিটি ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের এক কর্মকর্তা আমার পূর্বপরিচিত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে হাফিজুর মারা যায়।’
হাফিজুরের স্ত্রী মালা খাতুন বলেন, ‘সিটি ল্যাব হাসপাতালে যখন আমার স্বামীকে নিয়ে যাওয়া হয়, তখন ওই হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না বলে শুনেছি। হাসপাতালের নার্স আর বয়রা আমার স্বামীকে চিকিৎসা দেন। এই অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে।’
মালা খাতুন আরও বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর বিষয়টি জরুরি সেবা ৯৯৯–এ জানানো হয়। পরে পুলিশ গিয়ে আমার স্বামীর লাশ সাভার থানায় নিয়ে যায়।’
সাভার থানার উপপরিদর্শক (এসআাই) মোতাছিম বিল্লাহ বলেন, ‘৯৯৯–এর মাধ্যমে চিকিৎসকের অবহেলায় হাফিজুরের মৃত্যুর খবর পেয়ে গতকাল দিবাগত রাত ৩টার দিকে সিটি ল্যাব হাসপাতালে যাই। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দিই।’
এসআই মোতাছিম বিল্লাহ আরও বলেন, ‘আমি যখন হাসপাতালে যাই, তখন ওই হাসপাতালে শুধু কয়েকজন নার্স আর আয়া ছিলেন। চিকিৎসক আর কোনো কর্মকর্তাকে পাইনি।’
এদিকে আজ শনিবার সকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়।
হাসপাতালের পাশের দোকানের কর্মচারীরা জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার পরপরই নার্স ও আয়ারা ফটকে তালা দিয়ে পালিয়ে যান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, চিকিৎসকের অবহেলায় হাফিজুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারে চিকিৎসায় অবহেলার কারণে হাফিজুর রহমান (৩৩) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার সিটি ল্যাব হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন।
হাফিজুর রহমান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি আশুলিয়ার নরসিংহপুরে থাকতেন।
হাফিজুরের চাচি জোহুরা বেগম বলেন, কারখানা বন্ধ থাকায় হাফিজুর গ্রামের বাড়ি গিয়েছিলেন। গতকাল মোটরসাইকেলে করে বাড়ি থেকে আশুলিয়ার বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
হাফিজুরের চাচাতো বোন শামীমা আক্তার বলেন, ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না হওয়ায় আমার পরামর্শে হাফিজুরকে গতকাল রাতেই সাভার বাসস্ট্যান্ডের অদূরে সিটি ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের এক কর্মকর্তা আমার পূর্বপরিচিত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে হাফিজুর মারা যায়।’
হাফিজুরের স্ত্রী মালা খাতুন বলেন, ‘সিটি ল্যাব হাসপাতালে যখন আমার স্বামীকে নিয়ে যাওয়া হয়, তখন ওই হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না বলে শুনেছি। হাসপাতালের নার্স আর বয়রা আমার স্বামীকে চিকিৎসা দেন। এই অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে।’
মালা খাতুন আরও বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পর বিষয়টি জরুরি সেবা ৯৯৯–এ জানানো হয়। পরে পুলিশ গিয়ে আমার স্বামীর লাশ সাভার থানায় নিয়ে যায়।’
সাভার থানার উপপরিদর্শক (এসআাই) মোতাছিম বিল্লাহ বলেন, ‘৯৯৯–এর মাধ্যমে চিকিৎসকের অবহেলায় হাফিজুরের মৃত্যুর খবর পেয়ে গতকাল দিবাগত রাত ৩টার দিকে সিটি ল্যাব হাসপাতালে যাই। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে দিই।’
এসআই মোতাছিম বিল্লাহ আরও বলেন, ‘আমি যখন হাসপাতালে যাই, তখন ওই হাসপাতালে শুধু কয়েকজন নার্স আর আয়া ছিলেন। চিকিৎসক আর কোনো কর্মকর্তাকে পাইনি।’
এদিকে আজ শনিবার সকালে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়।
হাসপাতালের পাশের দোকানের কর্মচারীরা জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার পরপরই নার্স ও আয়ারা ফটকে তালা দিয়ে পালিয়ে যান।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, চিকিৎসকের অবহেলায় হাফিজুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৫ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২০ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৩ মিনিট আগে