Ajker Patrika

ফেসবুক লাইভে নিজের বাসা পরিষ্কারের চিত্র দেখালেন ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৮: ০৮
ফেসবুক লাইভে নিজের বাসা পরিষ্কারের চিত্র দেখালেন ডিএনসিসি মেয়র

ডেঙ্গুর বিস্তার রোধে ‘প্রতি শনিবার ১০টায় ১০ মিনিটে নিজের বাসা নিজে করি পরিষ্কার’ স্লোগানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে ফেসবুক লাইভে এসে নিজের বাসা পরিষ্কারের চিত্র দেখিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। লাইভে এসে মেয়র নিজের বাসার ছাদ, ওয়াশরুম, ফ্রিজ, গ্যারেজ ও বাসার পেছনের জায়গার চিত্র দেখান।

আজ শনিবার সকালে মেয়র নিজের ফেসবুক আইডি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশেনর ফেসবুক পেজ থেকে এই লাইভ করেন।

মেয়র বলেন, লাজ লজ্জা ভেঙে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিট নিজের বাসা পরিষ্কার করতে হবে এবং এই কাজকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সপ্তাহে এক দিন নিজের বাসার ছাদে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। কারণ সিটি করপোরেশন কারও বাসার ছাদে বা বাসার ভেতর ঢুকে মশার ওষুধ ছিটাতে পারে না। তাই নিজেদের বাসা নিজেদেরই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন বাসায় গিয়ে দেখা যায়, বাসার ছাদে, গ্যারেজে এবং বাসার পেছনের খালি জায়গায় অব্যবহৃত টায়ার, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাত্র ফেলে রাখা হয়। ফলে এসব জায়গায় এডিস মশার চাষ হয়। এসব জায়গা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এ সময় মেয়র জানান, এডিসের বিস্তার রোধে সিটি করপোরেশনের নিয়মিত মশকনিধন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া নগরবাসীর সুবিধার্থে সিটি করপোরেশনের ৪৪টি স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর বিনা মূল্যে পরীক্ষা করা হচ্ছে।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত