Ajker Patrika

নদীতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ১১ জুন ২০২৫, ২০: ৪০
মোস্তফা শাহরিয়ার নেহাল । ছবি: সংগৃহীত
মোস্তফা শাহরিয়ার নেহাল । ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহরিয়ার নেহাল (২২) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১১ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাটসংলগ্ন বৈরাণ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকা ওয়াসার কর্মচারী আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকার রামপুরায় বসবাস করতেন।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ি মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসেন নেহাল। তাঁর মামাতো ভাই জিসানের সঙ্গে দুপুরে তিন নদীতে গোসল করতে নামেন। পরে নদীর স্রোতে দুজনই নিখোঁজ হন।

প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর জিসানকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে

৫ আসন: নরসিংদীতে ত্রিমুখী লড়াইয়ের আভাস

ভোটের রাজনীতি: জোটের পর তরুণদের আস্থা হারাচ্ছে এনসিপি

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত