গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী ও সন্তানের গায়ে অ্যাসিড নিক্ষেপ এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের ওই ঘটনায় দগ্ধ দুজনকে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. হেলেনা আক্তারের (৩৫) মামা মোশারফ শেখ বলেন, ১৪ বছর আগে একই উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. ওসমান খানের সঙ্গে হেলেনার বিয়ে হয়। প্রথম বিয়ের কথা গোপন রেখে হেলেনাকে বিয়ে করেন ওসমান। তাঁদের সংসারে এক ছেলে সন্তান (১৩) রয়েছে। প্রথম স্ত্রী থাকা এবং স্বামী মাদকাসক্ত ও বখাটে হওয়ার কারণে বিয়ের তিন বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। একমাত্র শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন হেলেনা। তবে সন্তানকে দেখতে মাঝেমধ্যে হেলেনার বাবার বাড়িতে আসতেন ওসমান।
মোশারফ শেখ আরও বলেন, একপর্যায়ে বিচ্ছেদের সাত বছর পর তাঁদের আবার বিয়ে হয়। সম্প্রতি ব্যবসা করতে হেলেনার কাছে টাকা চান ওসমান। সে টাকা দিতে রাজি না হওয়ায় কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত ৪ জুন রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানের গায়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন ওসমান। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। তাতে হেলেনা ও সন্তানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতে পেরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসিড নিক্ষেপ ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় হেলেনার বাবা চুন্নু শেখ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে ওসমান পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রী ও সন্তানের গায়ে অ্যাসিড নিক্ষেপ এবং ঘরে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতে উপজেলার গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামের ওই ঘটনায় দগ্ধ দুজনকে গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মোছা. হেলেনা আক্তারের (৩৫) মামা মোশারফ শেখ বলেন, ১৪ বছর আগে একই উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. ওসমান খানের সঙ্গে হেলেনার বিয়ে হয়। প্রথম বিয়ের কথা গোপন রেখে হেলেনাকে বিয়ে করেন ওসমান। তাঁদের সংসারে এক ছেলে সন্তান (১৩) রয়েছে। প্রথম স্ত্রী থাকা এবং স্বামী মাদকাসক্ত ও বখাটে হওয়ার কারণে বিয়ের তিন বছর পর বিচ্ছেদ হয় তাঁদের। একমাত্র শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন হেলেনা। তবে সন্তানকে দেখতে মাঝেমধ্যে হেলেনার বাবার বাড়িতে আসতেন ওসমান।
মোশারফ শেখ আরও বলেন, একপর্যায়ে বিচ্ছেদের সাত বছর পর তাঁদের আবার বিয়ে হয়। সম্প্রতি ব্যবসা করতে হেলেনার কাছে টাকা চান ওসমান। সে টাকা দিতে রাজি না হওয়ায় কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত ৪ জুন রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও সন্তানের গায়ে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন ওসমান। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। তাতে হেলেনা ও সন্তানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি জানতে পেরে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাসিড নিক্ষেপ ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় হেলেনার বাবা চুন্নু শেখ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে ওসমান পলাতক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে