নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা প্রধান মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।
দুপুরের আগেই যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয় ওসি আবুল হাসানকে। এ মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন এবং এ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওসি আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় তাঁর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আজ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহবুবুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, এ মামলায় তদন্তের স্বার্থে ভবিষ্যতে ওসি আবুল হাসানকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর এপিবিএন টেকনাফে কর্মরত থাকা অবস্থায় সরকারের অনুমতি নিয়ে যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়।

এক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা প্রধান মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।
দুপুরের আগেই যাত্রাবাড়ী থানায় দায়ের করা শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয় ওসি আবুল হাসানকে। এ মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
পরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন হোসেন গাজী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আবেদন মঞ্জুর করেন এবং এ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওসি আবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় তাঁর ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। আজ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মাহবুবুল ইসলাম আবেদনে উল্লেখ করেন, এ মামলায় তদন্তের স্বার্থে ভবিষ্যতে ওসি আবুল হাসানকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর এপিবিএন টেকনাফে কর্মরত থাকা অবস্থায় সরকারের অনুমতি নিয়ে যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে ১৯ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে