গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।
উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।
শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

গাজীপুর মহানগরীর টঙ্গীর মেঘনা মাঠের পূর্ব পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা বুধবার বিকেলে উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। উদ্ধার করা জমির পরিমাণ ২৪২ শতাংশ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।
উচ্ছেদ ও সরকারি জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মু. আশরাফ হোসেনসহ করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রাখা এলাকাটি মাদকের আখড়া ও অসামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। উদ্ধার করা জমিতে স্থানীয়দের খেলার মাঠ ও একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ বলেন, ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় অধিবাসীদের সামাজিক পরিবেশ উন্নয়ন, এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি রোধকল্পে এই অভিযান চালানো হয়। এটি শুধু অবৈধ দখলদারত্বের অবসান নয়, বরং একটি নতুন সামাজিক কল্যাণমূলক কাজের সূচনার যাত্রা।
শরফ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘উদ্ধার জমিতে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য একটি প্রাথমিক বিদ্যালয় এবং তাদের জন্য একটি খেলার মাঠ গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য, শিশুরা মাদক ও অপরাধমুক্ত পরিবেশে বড় হোক এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে উঠুক।’
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দিক বিবেচনায় রেখে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর জন্য ধাপে ধাপে পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪৩ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে