নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে বিএনপি। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও শোভাযাত্রা বেলা ৩টা ৩৫ মিনিটে শুরু হয়।
বিজয় শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বাংলাদেশ একটি মহাসংকট অতিক্রম করছে। আজকে যারা গায়ের জোরে সরকার, তারা ক্ষমতা টিকিয়ে রাখতে সংকট সৃষ্টি করেছে।’
বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করছে—প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার দিশেহারা হয়ে নানা কথা বলছে। আমরা ১০টি শান্তিপূর্ণ সমাবেশ করেছি, যেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। ৭ ডিসেম্বর নয়াপল্টনে নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। তাদের অন্যায়কে ধামাচাপা দিতে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
নির্ধারিত সময়ের অনেক আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর ১টা না বাজতেই নয়াপল্টন ছাড়িয়ে নেতা-কর্মীদের ভিড় বিস্তৃত হয় আশপাশের এলাকায়। ছোট-বড় বর্ণিল সব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে ছেয়ে যায় সমগ্র এলাকা। এসব ব্যানার-ফেস্টুনে শোভা পায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। নেতা-কর্মীদের বিশাল ভিড় থেকে ভেসে আসে নানা স্লোগান।

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে বিএনপি। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও শোভাযাত্রা বেলা ৩টা ৩৫ মিনিটে শুরু হয়।
বিজয় শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বাংলাদেশ একটি মহাসংকট অতিক্রম করছে। আজকে যারা গায়ের জোরে সরকার, তারা ক্ষমতা টিকিয়ে রাখতে সংকট সৃষ্টি করেছে।’
বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করছে—প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার দিশেহারা হয়ে নানা কথা বলছে। আমরা ১০টি শান্তিপূর্ণ সমাবেশ করেছি, যেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। ৭ ডিসেম্বর নয়াপল্টনে নারকীয় তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ। তাদের অন্যায়কে ধামাচাপা দিতে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
নির্ধারিত সময়ের অনেক আগেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। দুপুর ১টা না বাজতেই নয়াপল্টন ছাড়িয়ে নেতা-কর্মীদের ভিড় বিস্তৃত হয় আশপাশের এলাকায়। ছোট-বড় বর্ণিল সব ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডে ছেয়ে যায় সমগ্র এলাকা। এসব ব্যানার-ফেস্টুনে শোভা পায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। নেতা-কর্মীদের বিশাল ভিড় থেকে ভেসে আসে নানা স্লোগান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে