ঢামেক প্রতিবেদক

ঢাকা কলেজের সীমানার ভেতর পুকুরে ডুবে রাশেদুল হাসান ইমন (১৯) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেলে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুর আল কাওসার ও নাজমুল হুদা জানান, বৃষ্টির সময় তাঁরা কয়েকজন কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের জানায় কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে গেছে। তখন পুকুর থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা।
এদিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘৬টা ২৫ মিনিটে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে যাওয়ার খবর পাই। পরে আমাদের ডুবুরিরা সেখানে যান। তবে তাঁরা পৌঁছানোর আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইমনের বড় ভাই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘আমাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বর্তমানে রামপুরা বনশ্রী ৬ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকি। ইমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির চেষ্টায় ছিল। দুই ভাইয়ের মধ্যে ইমন ছিল ছোট।’
এক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, ‘ইমন কেন ঢাকা কলেজে গেছে আমার জানা নেই। তবে তার সেদিকে যাওয়ার কথা না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, সন্ধ্যার দিকে ঢাকা কলেজ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, পুকুরের পানিতে ডুবে যায়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ঢাকা কলেজের সীমানার ভেতর পুকুরে ডুবে রাশেদুল হাসান ইমন (১৯) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছিলেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেলে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুর আল কাওসার ও নাজমুল হুদা জানান, বৃষ্টির সময় তাঁরা কয়েকজন কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের জানায় কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে গেছে। তখন পুকুর থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা।
এদিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘৬টা ২৫ মিনিটে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে যাওয়ার খবর পাই। পরে আমাদের ডুবুরিরা সেখানে যান। তবে তাঁরা পৌঁছানোর আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইমনের বড় ভাই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘আমাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বর্তমানে রামপুরা বনশ্রী ৬ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকি। ইমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির চেষ্টায় ছিল। দুই ভাইয়ের মধ্যে ইমন ছিল ছোট।’
এক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, ‘ইমন কেন ঢাকা কলেজে গেছে আমার জানা নেই। তবে তার সেদিকে যাওয়ার কথা না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, সন্ধ্যার দিকে ঢাকা কলেজ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, পুকুরের পানিতে ডুবে যায়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে