নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তাঁর ৫ বছরের শিশুসন্তান অরূপ বৌদ্ধ মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মারা যান প্রিয়াংকা এবং রাত ১০টার দিকে মারা যান অরূপ বৌদ্ধ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
ডা. এস এম আইউব হোসেন জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুসন্তান ও তাঁর মা মারা গেছেন। শিশু অরূপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৌদ্ধ এবং ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তাঁর শাশুড়ি শেফালি রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
গতকাল সোমবার সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বর গলির ৩৭ নম্বর পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তাঁর বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোনজামাইয়ের পেটব্যথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন।
পলাশ বাড়ৈ জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্নাঘরে যান। গ্যাসের চুলা চালু করে দেশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তাঁরা চারজনই দগ্ধ হন।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে