Ajker Patrika

সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

গাজীপুরের শ্রীপুরে একটি টেক্সটাইল কারখানার গুদামে ভয়াবহ আগুন লাগার সাত ঘণ্টা পরও এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আগুনের লেলিহান শিখা। আগুনের তীব্রতার জন্য ও পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না ফায়ার সার্ভিস।

আগুনে গুদামে মজুত করা বিপুল পরিমাণ তুলা ও সুতা পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানায় স্থায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। বাইরে থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। 

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের কেওয়া নতুন বাজার এলাকায় এসবিএস টেক্সটাইল কারখানার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালে শ্রীপুর পৌরসভায় এ শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। বর্তমানে কারখানাটি বিজিএমইএ আওতাধীন। এই কারখানায় এক হাজারের বেশি শ্রমিক কর্মরত রয়েছেন। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, শ্রীপুর, কাপাসিয়া, জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা থেকে সাতটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

তিনি আরও জানান, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। বাইরে থেকে পানির ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত