সাখাওয়াত ফাহাদ ও মো. আসাদুজ্জামান, গাজীপুর থেকে

গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।
আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই।
দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’
কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’
এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।

গাজীপুরের বিভিন্ন কেন্দ্রে নৌকা, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট থাকলেও বেশির ভাগ কেন্দ্রে নেই নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের এজেন্টরা। অনেকে ওয়াশরুম ও ভোট দেওয়ার অজুহাতে কেন্দ্রের নির্ধারিত আসনে উপস্থিত ছিলেন না। কয়েকজন প্রার্থীর এজেন্ট নিজস্ব প্রার্থীর নামও জানেন না।
আজ রোববার গাজীপুর-৩ সংসদীয় আসনের শ্রীপুরের বাঁশকোপা উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া যায়। এই আসনে প্রার্থী রয়েছেন সাতজন। তবে কেন্দ্রের ভোটকক্ষগুলোতে চারজনের বেশি এজেন্ট নেই।
দুপুর ১২টায় বিদ্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, চারজন এজেন্ট রয়েছেন। এ সময় ফুলের মালা প্রতীকের এজেন্ট মো. শাহজাহানের কাছে তাঁর প্রার্থীর নাম জানতে চাইলে তিনি নিজস্ব প্রার্থীর নাম জানাতে পারেননি। একাধিকবার জিজ্ঞেস করার পর শাহজাহান মুচকি হেসে চুপ করে ছিলেন। এ সময় পাশে বসা নৌকার এজেন্ট দেলোয়ার হোসেন তাঁর প্রার্থীর নাম শিখিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এজেন্টরা গতকাল কেউ আসেননি। তাঁরা সবাই আজকে সকালে এসেছেন। অনেক প্রার্থীর এজেন্টরা সকাল থেকেই ছিলেন না।’
কেন্দ্রের বাইরে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সকালে বাইরে কিছুটা ঝামেলা হচ্ছিল, আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। এ ছাড়া কেন্দ্রে কোনো সমস্যা নেই।’
এই আসনের আরেক কেন্দ্র বনখড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এজেন্টদের ক্ষেত্রেও দেখা গেছে একই রকমের চিত্র। এই কেন্দ্রের ভোটকক্ষগুলোতেও চারজন প্রার্থীর এজেন্ট পাওয়া যায়। বাকি তিন প্রার্থীর কোনো এজেন্টের দেখা মেলেনি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে