নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রিতে পূর্বাঞ্চলের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। বেলা ২টার পর অনলাইনে টিকিট উন্মুক্ত হলে মাত্রা আধা ঘণ্টায় ১ কোটি ৭৬ লাখ হিট হয় সার্ভারে। রেল সেবা অ্যাপ পরিচালনার দায়িত্বে থাকা সহজ ডটকমের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ঈদ সামনে রেখে গতকাল সপ্তম দিন ও শেষ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এদিন বিক্রি হয় ৯ এপ্রিলের টিকিট। বেলা ২টায় পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট ছাড়া হয় অনলাইনে। আধা ঘণ্টায় হিট হয় ১ কোটি ৭৬ লাখ বার। অর্থাৎ একটি টিকিটের জন্য গড়ে ১ হাজার ৫৪ বার চেষ্টা করা হয়েছে। আর এই সময়ে বিক্রি হয় ১১ হাজার টিকিট। যা অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। শুক্রবার এই হিটের সংখ্যা ছিল এই সময়ে ৯৬ লাখ ৮০ হাজার।
অন্যদিকে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকিট অনলাইনে উন্মুক্ত হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৯ হাজার ৩২৯টি বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় টিকিট খুঁজতে সার্ভারে হিট পড়েছে ১ কোটি ২৩ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮৩২ বার চেষ্টা করা হয়েছে। আর উন্মুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ১৩ হাজার ৭৭৫টি টিকিট।
সহজ ডটকমের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ আজকের পত্রিকাকে জানান, গতকাল ঢাকা থেকে আন্তনগর ট্রেনের দুই অঞ্চল মিলিয়ে আসনসংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬। আর সারা দেশের জন্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭০২টি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। এ ছাড়া সারা দেশের বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি।
এর আগে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ। পাশাপাশি ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট বিক্রি হয় ২৯ মার্চ। এরপর চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেল।

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রিতে পূর্বাঞ্চলের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। বেলা ২টার পর অনলাইনে টিকিট উন্মুক্ত হলে মাত্রা আধা ঘণ্টায় ১ কোটি ৭৬ লাখ হিট হয় সার্ভারে। রেল সেবা অ্যাপ পরিচালনার দায়িত্বে থাকা সহজ ডটকমের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা যায়, ঈদ সামনে রেখে গতকাল সপ্তম দিন ও শেষ দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এদিন বিক্রি হয় ৯ এপ্রিলের টিকিট। বেলা ২টায় পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট ছাড়া হয় অনলাইনে। আধা ঘণ্টায় হিট হয় ১ কোটি ৭৬ লাখ বার। অর্থাৎ একটি টিকিটের জন্য গড়ে ১ হাজার ৫৪ বার চেষ্টা করা হয়েছে। আর এই সময়ে বিক্রি হয় ১১ হাজার টিকিট। যা অন্যান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। শুক্রবার এই হিটের সংখ্যা ছিল এই সময়ে ৯৬ লাখ ৮০ হাজার।
অন্যদিকে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকিট অনলাইনে উন্মুক্ত হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৯ হাজার ৩২৯টি বিক্রি হয়ে যায়। প্রথম আধা ঘণ্টায় টিকিট খুঁজতে সার্ভারে হিট পড়েছে ১ কোটি ২৩ লাখ। একটি টিকিটের জন্য গড়ে ৮৩২ বার চেষ্টা করা হয়েছে। আর উন্মুক্ত হওয়ার এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় ১৩ হাজার ৭৭৫টি টিকিট।
সহজ ডটকমের প্রধান নির্বাহী সন্দীপ দেবনাথ আজকের পত্রিকাকে জানান, গতকাল ঢাকা থেকে আন্তনগর ট্রেনের দুই অঞ্চল মিলিয়ে আসনসংখ্যা ছিল ৩১ হাজার ৪৬৬। আর সারা দেশের জন্য ছিল ১ লাখ ৫০ হাজার ৭০২টি। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে ২৯ হাজার ৫৪৯টি। এ ছাড়া সারা দেশের বিক্রি হয়েছে ৫৫ হাজার ৮৯০টি।
এর আগে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ। পাশাপাশি ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ এবং ৮ এপ্রিলের টিকিট বিক্রি হয় ২৯ মার্চ। এরপর চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেল।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৭ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
৩০ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৪০ মিনিট আগে